এই ব্যাংকে টাকা থাকলে তুলেনিন এখনি, RBI বন্ধ করতে চলেছে এই ব্যাংক গুলি

ব্যাংক
ব্যাংক

ভারতের সমস্ত ব্যাংকের প্রধান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI. বিভিন্ন সময় তাদের নির্দেশে বন্ধ হয় বিভিন্ন ব্যাংক, বদলায় ব্যাংকিং রিলেটেড নানা নিয়ম। বিভিন্ন সময় নিয়ম না মানার কারণে অনেক ব্যাংকে বন্ধ করার নির্দেশ দেন রিজার্ভ ব্যাংক (RBI).

কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক (RBI) কো অপারেটিভ (co-operative) ব্যাংক গুলির ওপর ব্যাংকিং নিয়ম না কারণে খড়গহস্ত হয়েছিল। তার ফলে এই সমস্ত ব্যাংকগুলি একটু অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলছিল। কিন্তু তারপরও আবার নতুন করে আরো কড়া হয়ে উঠেছে RBI।

এবার মহারাষ্ট্রের লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওরফে RBI। তাদের লাইসেন্স বাতিল করার কারণ হিসেবে জানা গিয়েছে তারা RBI এর দেওয়া গাইডলাইন ভঙ্গ করেছিল।

দুধ খাবেন কিন্তু কিন্তু গরু পালবেন না? লক্ষীর ভান্ডার বন্ধের আবেদন তৃণমূল নেতার

কাটিং বিদেশি মদ খাওয়ার বেবস্থা করে দিল রাজ্য সরকার

তবে এই খবর শুনে গ্রাহকরা চিন্তায় রয়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই, RBI এর নিয়ম অনুযায়ী নিজেদের ৫ লক্ষ টাকা অব্দি অমানত ফেরত পাওয়া যেতে পারে। তবে তার বেশি ফেরত পাওয়া যাবে না। DICGC এর তত্ত্বাবধানেই এই টাকা ফেরত পাবেন গ্রাহকরা।

শুধু এই ব্যাংকেরই নয় সঙ্গে পুনে-ভিত্তিক রুপি কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের এর ও লাইসেন্স বাতিল করেছে RBI। সবে দেখানো হয়েছে যে এই ব্যাংকটি উপার্জন করার জন্য সঠিক পরিমাণে মূলধন উপস্থিত নেই। গত 22শে সেপ্টেম্বর এই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেয় RBI.

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন