সম্পূর্ণ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে গরমের প্রভাব চলছে। বর্তমানে কিছুদিন বৃষ্টি হলেও সামনে আবার গরম পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। প্রচুর মানুষ যারা এই গরম থেকে বাঁচতে শীতল বাতাস যন্ত্র অর্থাৎ এসি ব্যবহার করে থাকেন। তবে বিদ্যুতের বিল আপনার হাতে আসলে চিন্তায় পড়ে যান এত টাকা বিল এসি থেকে আসলে এসি চালানো বন্ধ করতে হবে। তবে আপনার জন্য নিয়ে এসেছি আমাদের নতুন কিছু রিসার্চ করা তথ্য যার মাধ্যমে আপনি এসি চালালেও বিদ্যুতের বিল থাকবে আপনার নিয়ন্ত্রণে।
এসি ব্যবহার না করলে মেন সুইচ অফ না করা
আপনারা বেশিরভাগ এসি ব্যবহার করে থাকেন রিমোটের মাধ্যমে। এসির প্রয়োজন না হলে এসির রিমোটের বাটন দিয়ে অফ করে দেন আপনি ভাবছেন আপনার এসির সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে বিষয়টা সম্পূর্ণ ভুল। এসি রিমোটের মাধ্যমে বন্ধ করলে তা স্টেন্ড বাই মোডে চলে যায় এবং তার ভিতরের সমস্ত বিদ্যুৎ চালিত যন্ত্র চলতে থাকে। আপনাদের উচিত এসি বন্ধ হয়ে গেলে এসির মেন পাওয়ার বোর্ডের সুইচ বন্ধ করে দেওয়া।
সঠিক তাপমাত্রা
গরম ঘরে এসি চালানোর সাথে সাথেই আপনি তাপমাত্রা একদম কমিয়ে দিন এবং মনে করেন ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তবে এটি আপনার ভুল ধারণা। আপনি এসির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছেন অতিরিক্ত কম তাপমাত্রা কমানোর জন্য। এতে আপনার এসির বিদ্যুৎ বেশি পরিমাণে খরচ হবে। অতিরিক্ত তাপমাত্রা কমানোর জন্য আপনার শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে এসি। সঠিক তাপমাত্রা আপনার ঘরের জন্য থাকছে ২৪ ডিগ্রি। ২৪ ডিগ্রি তাপমাত্রায় আপনার ঘর ঠান্ডা থাকবে এতে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে না এছাড়াও বিদ্যুৎ খরচ কম হবে কারণ এসি মেশিনের ওপর চাপ সৃষ্টি কম করবে।
সিলিং ফ্যানের ব্যবহার
ঘরে এসি লাগানোর পরে অনেকে সিলিং ফ্যান খুলে নেয়। এটি হলো মস্ত বড় বোকামি এসি চালানোর পরে কিছুক্ষণ পর বন্ধ করে দিলে ফ্যানের মাধ্যমে সেই ঠান্ডা হাওয়া কে আপনি আপনার ঘরের মধ্যে পাক খাওয়াতে পারবেন ফলে ঠান্ডা বাতাস আপনার শরীরে পড়বে এতে আপনার শরীর ঠান্ডা থাকবে।
আরও পরুনঃ নতুন ৭৫ টাকার কয়েনে কতটা রূপা থাকছে জানলে অবাক হবেন
সার্ভিসিং
সঠিক সময় এসি এবং এসি মেশিনের কম্প্রেসার সার্ভিসিং করালে এসির মধ্যে নোংরা জমতে পারে না। এসির মধ্যে নোংরা জমলে তাপমাত্রা কমানোর সময় চাপ সৃষ্টি করে ফলে এসি বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করে।
আরও পরুনঃ জুন মাসে ২০০০ টাকার নোট বদলি করতে ব্যাংকে যাচ্ছেন? এই দিনগুলি বাদ দিয়ে যাবেন
ঘর জানলা বন্ধ রাখা
আপনি ১৫ মিনিট এসি চালানোর পরে ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ রাখলে আপনার ঘর প্রায় দু’ঘণ্টা পর্যন্ত ঠান্ডা থাকবে। ফলে অতিরিক্ত এসি চালানো থেকে বিরত থাকবেন। অতিরিক্ত বিদ্যুৎ খরচ থেকে রেহাই পাবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |