Repo Rate
Repo Rate: চলতি বছরের শুরুতে ও 2023 এ ক্রমাগত বাড়তে থাকবে Repo Rate এর পরিমাণ। গতকালের রিপোর্টে জানা গিয়েছে পুনরায় 0.35 শতাংশ Repo Rate বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে যার মান এসে দাঁড়িয়েছে 6.25%।
রেপো রেট বৃদ্ধির ফলে বিপদে পড়তে পারে যারা লোন নেওয়ার কথা ভাবছেন অথবা যারা লোনের কিস্তি দিচ্ছেন। সব থেকে পরিমাণ প্রভাবিত হয় হোম লোন অটোলোন, ও আরো অন্যান্য লোন। Repo Rate বৃদ্ধির প্রধান কারণ বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়া সত্ত্বেও মানুষের লোনের মাধ্যমে জিনিসপত্র কিনছে ও ধীরে ধীরে লোন শোধ করছে ফলে বাজারের জিনিসের দাম ধীরে ধীরে বাড়তে থাকছে ও মুদ্রাস্ফীতিতে বড় খারাপ প্রভাব পড়ছে। মুদ্রাস্ফীতি ধরা হয় প্রধানত আমেরিকান ডলার এর সাথে ভারতীয় টাকার তফাতে। আপনারা নিজে খেয়াল করবেন গত পাঁচ বছরে 1$ সমান কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা এসে দাঁড়িয়েছে।
গতকাল অর্থাৎ বুধবারে মনিটারি পলিসি কমিটি (MPC) বৈঠকে রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যেখানে 6 জনের মধ্যে পাঁচ জন এই সিদ্ধান্তে সহমত দিয়েছেন। ধারণা করা যাচ্ছে তাদের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতির একটু হলেও অগ্রগতি হবে।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আগামী 2023 এর চলতি বছরে এই রেপো রেট এর পরিমাণ 7 শতাংশ পর্যন্ত যেতে পারে।
আরও পরুনঃ
REPORATE বৃদ্ধির ফলে যেমন লোন নেবেন ও লোনের কিস্তি দেওয়া মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তার বিপরীতে যাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা রয়েছে তাদের আরো সুবিধা বাড়তে চলেছে। অর্থাৎ যারা ফিক্স ডিপোজিট করার কথা ভাবছেন তাদের জন্য সুবিধা বাড়তে চলেছে ব্যাংকে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |