Saksham scholarship: বর্তমান সময়ে পর্যাপ্ত ইনকামের অভাবে ভারতে প্রচুর পরিবার রয়েছে যেখানে অর্থ ভাবের কারণে মেধাবী ছাত্র-ছাত্রীরা সুযোগ পায় না উচ্চমানের পড়াশোনা করতে। সেসব ফ্যামিলি দের জন্য স্কলারশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের মারফত। রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই স্কলারশিপ এ আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন।
এই সক্ষম স্কলারশিপে (Saksham scholarship) আপনি কিভাবে আবেদন করবেন এবং এই স্কলারশিপের টাকা পেতে গেলে আপনার কি কি প্রয়োজন রয়েছে? আসুন দেখে নেওয়া যাক।
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ
স্কলারশিপ টি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর পক্ষথেকে ঘোষণা করা হয়েছে। স্কলারশিপের নাম Saksham scholarship অর্থাৎ সক্ষম স্টুডেন্টদের জন্যই ঘোষণা করা হয়েছে।
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ কারা পাবেন?
যে সমস্ত স্টুডেন্ট টেকনিক্যাল বিষয়ে ডিপ্লোমা করছে তাদের জন্য রয়েছে এই স্কলারশিপ। প্রথম বছরে যারা ভর্তি হয়েছে তারা পাবেন সাথে দ্বিতীয় বছরের স্টুডেন্টরাও পাবেন।
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ বৃত্তির পরিমাণ:
50000 টাকা তিন বছরের জন্য। এ স্কলারশিপের টাকা প্রধানত দেওয়া হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্টদের কারণ তাদের প্রজেক্ট ও কম্পিউটার বা ল্যাপটপের পিছনে অনেক টাকা খরচা করতে হয়। যা সবার পক্ষে সম্ভব না।
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করবেন?
আবেদন অনলাইন এর মাধ্যমেই হবে। আবেদন এর লিংক দিয়ে দেব। click here
ওই দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে হবে, ফোন নম্বর, ইমেইল আইডি,
তারপর আপনাকে আসতে হবে আরেকটি অন্য সাইটে যেতে হবে। – Click Here
এই সাইটে Click here for other Scholarship Schemes hosted on NSP for AY 2022-23 অপশনে ক্লিক করতে হবে।
পরের পর্যায় আপনার ফ্রম ফিল করার জন্য যে যে নথি এর প্রয়োজন সেগুলি যথা যত পূরণ করে, রেজিষ্টার অপশনে ক্লিক করেন।
আপনার ফোনে একটি OTP আসবে। পূরণ করে লগইন করবেন।
সব কিছু পূরণ করার পর আপনি একটা আইডি ও পাসয়ার্ড পাবেন। আপনি সেই পাসওয়ার্ড বদলাতে পারবেন।
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ এর যোগ্যতা:
Saksham scholarship | সক্ষম স্কলারশিপ এর জন্য আপনাকে আপনার বিষয়ে যথেষ্ট সক্ষম হতে হবে।
আপনি যদি শারীরিক ভাবে 40% এর বেশি অক্ষম হন তবেই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
ছাত্র ছাত্রীদের বার্ষিক আয় 8 লক্ষের বেশি হলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |