Viral Video: বাংলার মনোরঞ্জন কনটেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহার নাম আপনারা অনেকেই শুনেছেন এবং সোশ্যাল মিডিয়া দেখে যান। সেন্টিশা এর আগে বিভিন্ন ভাইরাল ভিডিও করেছে মানুষের তর্কে বিতর্কে জড়িয়েছে তবে এইবার পুলিশে তাকে ধরে নিয়ে গেছে তার অতিরিক্ত কর্মকাণ্ডের জন্য। জানা গিয়েছে পুলিশ তাকে জেলে বলেছে এবং মোটা টাকা জরিমানা করেছে। এই জরিমানার পিছনে প্রধান কারণ বিভিন্ন ধরনের ভিডিও।
সম্প্রতি ইউটিউবার স্যান্ডি সাহা হাওড়া স্টেশনে গিয়ে বাচ্চাদের ডায়পার পড়ে একটি রেল লাইনের ওপর নাচাতে দেখা যায় এবং মানুষজনকে মনোরঞ্জন করতে দেখা যায়। এর কোন গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাওয়া যায়নি। রেললাইনে নাচার পরে সেই ডাইপার পড়েই একটি ভ্যানের উপরে নাচ করতে দেখা যায়, আবার Vlog করতে দেখা যায়।
এর আগেও কিছুদিন আগে দুটি হাইওয়ের মাঝে ডিভাইডারে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে নাইটি পড়ে নাচ করছিলেন এই নিয়ে ভিডিওটি ভাইরাল হয় এবং তর্ক বিতর্ক উঠে। তারপরেও তার স্বস্তি হয় না।
আরও পরুনঃ Delhi metro Viral Video: দিল্লি মেট্রোর নাম খারাপ করতে উঠে পড়ে লেগেছে এই মানুষজন কি কাণ্ড করল দেখুন
গতকাল 27 তারিখ এই ভিডিওটি পোস্ট হয় সাথে সাথে চারিধারা শেয়ার হচ্ছে এবং মানুষের মুখে ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিও। তাকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে সে নাকি হাবরায় বিখ্যাত বাচ্চার বিরিয়ানি খেতে এসেছেন কিন্তু এর কোন সঠিক মানে এখনো পর্যন্ত পাওয়া যায় নি। ভিডিওটি পুলিশের চোখে আশাতে তাকে থানা থেকে ডাকা হয়।
আরও পরুনঃ Bank RD: RD স্কিমে কোটি টাকার সুদ পান, কিভাবে পাবেন দেখুন
তাকে পুলিশে আটক করেছে। শাস্তি হিসেবে স্যান্ডি সাহাকে মোটা টাকা জরিমানা করেছে পুলিশ তবে শান্তি সাহা নিজেকে রক্ষা করার জন্য বলেছে সেই রেল লাইনে কোন ট্রেন যাতায়াত করে না সেই কারণেই সেই লাইনে দাঁড়িয়ে এই ভিডিও বানিয়েছে এবং মানুষদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করেছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |