SBI নিয়ে এসেছে এই আধুনিক সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য। ভারতবর্ষে উন্নতি হচ্ছে। ডিজিটালাইজেশন এর দিকে এগোচ্ছে ভারতের মানুষজন এবং ভারতের বিভিন্ন সংস্থা। তার সাথে এখন সবকিছুই অনলাইনে মোবাইলের মাধ্যমে, whatsapp এর মাধ্যমে রিপোর্ট পাওয়া যাচ্ছে। ঠিক সেরকমই আধুনিকতার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে বেশি গ্রাহক অর্জনকারী ব্যাংক নিয়ে এসেছে এই টোল ফ্রি নম্বর।
এই নম্বরে আপনি কল করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন নিমেষের মধ্যেই আপনার ফোনে। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে আপনার কতদিনের স্টেটমেন্ট চান সবকিছু আপনি অপশনাল ভাবে জানতে পারবেন।
এই সুযোগের মাধ্যমে অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা ব্যাংকের কাজে ব্যাংকে যেতে কষ্ট হচ্ছে। শারীরিকভাবে তারা অসুস্থ তাদের জন্য এই কাজটি খুবই উপকার করবে। ব্যস্ততার মধ্যেও এই কাজটি খুবই উপকার।
আরও পরুনঃ বিপদে পড়েছেন পতঞ্জলির রামদেব, নিরামিষ এর নামে আমিষ খাওয়াচ্ছে পতঞ্জলি
কিভাবে আপনি SBI TOLL FREE NUMBER কল করে ব্যাংকের স্টেটমেন্ট জানবেন দেখে নিন:
- এই সুবিধা ব্যবহার করতে আপনাকে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ফোন নম্বর এবং আপনার সঠিক ইমেইল আইডি লিংক থাকতে হবে।
- SBI BANK ACCOUNT STATEMENT TOLL FREE NUMBER 18001234, 18002100
- আপনার লিংক করা নম্বর দিয়ে ফোন করুন এই নাম্বারে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে হলে আপনাকে এক টিপতে হবে।
- দ্বিতীয়বারে আপনাকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের চারটি সংখ্যা মোবাইলে চাপতে হবে।
- এর পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে ২ অপশনে চাপ দিন কত সময়ের জন্য নেবেন আপনাকে সেটি বেছে নিতে হবে তিন মাস ছ মাস এক বছর ইত্যাদি।
- আপনার ইমেইল আইডির মাধ্যমে আপনার বেছে নেওয়ার সময়ের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চলে আসবে।
বর্তমানে ব্যাংকের বিভিন্ন আধুনিকতার কে কাজে লাগিয়ে জালিয়াতির কায়দা পরিবর্তন হচ্ছে। আপনার ব্যাংক লিংক মোবাইল নাম্বারে মেসেজ আসতে পারে আপনার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য টেম্পোরারি লক করা হয়েছে। আপনি SMS এর মাধ্যমে আপনার ব্যাংক ডকুমেন্ট পাঠান এবং আপনার লক আনলক করুন। এই ধরনের মেসেজ থেকে একদমই সাবধান। আপনার ফোনে এরকম ধরনের মেসেজ আসলে রিপোর্ট করুন SBI এর কাস্টমার কেয়ারে এছাড়াও অন্যান্য মানুষের কে বলুন এই নতুন জালিয়াতের বিষয়।
আরও পরুনঃ SBI গ্রাহকদের ফোন এই মেসেজ আসলেই বিপদ!! কি মেসেজ দেখুন
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |