SBI এর এই স্কিমে পাওয়া যাচ্ছে ৬.৫০% সুদ !! অফার কিছু দিনের জন্য

SBI Utsav scheme
SBI

ভারতের বৃহত্তম ব্যাংক SBI। ভারতের 76 তম স্বাধীনতা দিবস বার্ষিকীতে চমৎকার স্কিম চালু করল SBI। এই ডিপোজিটে খুব কম সময়ে অনেক বেশি সুদ পাওয়া যাবে। 76 তম আজাদিকা অমৃত মহোৎসব হিসাবে এই স্কিমের নাম রাখা হয়েছে ”উৎসব ডিপোসিট”. এই ডিপোসিট এ সুদের হার অনেক টাই বেশি। SBI 13 অগাস্ট, 2022-এ নতুন সুদের হার ঘোষণা করেছে ।

নতুন স্কিমটিটে নিয়ম এবং সুবিধা গুলি দেখে নিন এক নজরে:

উৎসব ডিপোসিট স্কিমটিতে কত দিনের মেয়াদ রয়েছে?

~দিনের মেয়াদ 1000 দিন

উৎসব ডিপোসিট স্কিম টিতে বার্ষিক সুদের হার কত?

~বার্ষিক সুদের হার: 6.10%

উৎসব ডিপোসিট স্কিমটিতে প্রবীণ নাগরিকরা কত % সুদ বেশি পাবেন?

~প্রবীণ নাগরিকদের সুদের হার: 6.10 % এর থেকে 0.50% অতিরিক্ত 

উৎসব ডিপোসিট স্কিমটি কবে কার্যকর হবে?

~স্কিম টি কার্যকর হবে: 15 ই আগস্ট 2022 থেকে

উৎসব ডিপোসিট স্কিমটি কতদিনের?

~75 দি ন

অন্যান্য ফিক্স ডিপোজিট এর উপর SBI কি কি সুবিধা আরোপ করেছে?

SBI 180 থেকে 210 দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার  4.40% থেকে বাড়িয়ে4.55% করেছে।

2 বছরেরও কম মেয়াদী ফিক্সড ডিপোজিটে উপর  সুদের হার 5.30% থেকে বাড়িয়ে 5.45% করা হয়েছে।

2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিট এর ওপর সুদের হার 5.35% থেকে বাড়িয়েছে5.50% 

 যেখানে 3 বছর থেকে 5 বছরের মেয়েদের ফিক্স ডিপোজিট এর উপর সুদের হার 5.45% থেকে 5.60% বাড়ানো হয়েছে।

SBI 5 বছরে এবং 10 বছর ফিক্স ডিপোজিট এর মেয়াদের ওপর সুদের হার 5.50% থেকে 5.65% বাড়িয়েছে।

আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তে ফিক্স ডিপোজিট করার জন্য ভেবে থাকেন। তাহলে শীঘ্রই এই সীমিত দিনের অফারের মধ্যেই আপনার ফিক্সড ডিপোজিটিযে আবেদন করুন। এতে আপনি বেশি সুদ এবং সুবিধা পাবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment