Mahila Sanmanpatra: আজ বাজেটের ঘোষণা করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের মধ্য দিয়ে ভারতবর্ষের অনেক জায়গা রয়েছে যেখানে অগ্রগতির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতবর্ষের সবথেকে বেশি প্রয়োজন প্রথমত কর্মসংস্থান দ্বিতীয়ত মহিলাদের অগ্রগতি। ব্যাংকিং এর ক্ষেত্রেও অনেক নিয়ম এবং টাকার পরিমানের পরিবর্তন হয়েছে টাকা জমা দেওয়ার পরিমাণ মান্থলি ইনকাম স্কিম থেকে শুরু করে জয়েন্ট একাউন্ট এর ফিক্স ডিপোজিট সবকিছুতেই টাকার পরিমান অনেকটাই বেড়েছে। এই বছর বাজেটের মাধ্যমে বিশেষত মহিলাদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে যার নাম মহিলা সম্মানপত্র।
মহিলা সন্মানপত্র (Mahila Sanmanpatra) প্রকল্প কি?
Mahila Sanmanpatra এর মাধ্যমে মহিলাদের দুবছরের জন্য ব্যাংকে দু লক্ষ টাকা রাখতে পারবেন। যার পরিবর্তে ব্যাংক থেকে সুদ পাবেন ৭.৫%। সামনেই বিধানসভা ভোট রয়েছে বসার নয়টি রাজ্যে। মোদি সরকারের ক্ষমতা বজায় রাখার জন্য নতুন প্রকল্প ভালো কাজে দিতে পারে বলে আশা করা যাচ্ছে।
কিছুদিনের মধ্যেই মহিলা সন্মানপত্র (Mahila Sanmanpatra) স্কিম ভারতবর্ষের প্রতি ব্যাংকে চালু হয়ে যাবে। মহিলাদের জন্য বিশেষ ঘোষণা আপনার নিজস্ব ব্যাংকে অবশ্যই খোঁজ নেবেন।
Budget 2023 আয় করে রয়েছে পরিবর্তনঃ
যাদের ইনকাম বছরে ৭ লক্ষ টাকা এর মধ্যে তাদের আগে দিতে হতো প্রায় ২৩,৪০০ টাকা আয় করেন কিন্তু বর্তমানে কোনরকম ট্যাক্স দিতে হবে না। ১০ লক্ষের মধ্যে বাৎসরিক ইনকাম থাকলে আগে আয়কর দিতে হতো ৭৮,০০০ টাকা বর্তমানে তা কমে ৫৪,৬০০ তে পরিনত হয়েছে। ইনকাম বাড়ার সাথে সাথে অনেকটাই আয়কর এর পরিমাণ কমেছে নতুন বাজেটের আওতায়।
আরও পরুনঃ
- Budget 2023: জনগণের জন্য কত টাকা ধার্য করা হলো জানতে পারবেন আপনার মোবাইলে
- এই প্রকল্পে পাবেন ২ লক্ষ টাকা, ই-শ্রম কার্ডের প্রকল্পে আবেদন করুন
টাকা জমানোর পরিমাণ বৃদ্ধিঃ
বৃদ্ধ লোকেদের একাউন্টে পূর্বে টাকা জমানোর পরিমাণ ছিল ১৫ লক্ষ, বর্তমানে তাপ বৃদ্ধি করে ৩০ লক্ষে ধার্য করা হয়েছে।
পূর্বে পোস্ট অফিসে টাকা জমানোর পরিমাণ ছিল ৪.৫ লক্ষ টাকা। বর্তমানে তা করা হয়েছে ৯ লক্ষ টাকায়।
দুজনের মিলিত অ্যাকাউন্ট অর্থাৎ জয়েন্ট একাউন্টের টাকার পরিমাণ পূর্বে ছিল ৯ লক্ষ বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৫ লক্ষ্যে ধার্য করা হয়েছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |