রাজ্য শিক্ষা দপ্তরের নতুন নিয়ম জারি করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের জন্য। প্রধানত অনেক শিক্ষক-শিক্ষিকা রয়েছে যারা বিদ্যালয়ে উপস্থিত হয় নিজের ইচ্ছামত সময়ে। তাদের জন্য প্রধানত নতুন করে আনা হলো এই নিয়ম। যে শিক্ষক-শিক্ষিকা এই নিয়ম পালন করবেন না তাদের বিপদে পড়তে হতে পারে। আগামী 2023 সালের জানুয়ারি মাসের শুরু থেকেই এই নিয়ম পালিত হবে কড়াকড়িভাবে। 2023 সালের জানুয়ারি মাস থেকেই রাজ্যের সমস্ত স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে।
রাজ্যের শিক্ষা দপ্তরের এই নিয়ত ও নিয়ম গুলি জেনে নিন
স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশের সময় নির্ধারিত করা হয়েছে সকাল 10.30। বিদ্যালয় এ সমস্ত শিক্ষক শিক্ষক-শিক্ষিকা প্রবেশ সময় নির্ধারিত করা হয়েছে সকাল 10.40। সকাল 10.50 এরপরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রবেশ করলে তাদেরকে লেট অ্যাটেনডেন্স মার্ক করা হবে। সকাল 11.05 এরপরে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিত বলে গণ্য করা হবে। রাজ্য শিক্ষা পর্ষদ শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিত হওয়ার পরিমাণকে নির্ধারিত করবে, কিন্তু তা আর হয়ে গেলে রাজ্যের যেকোনো শিক্ষক-শিক্ষিকাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।
বিদ্যালয় প্রার্থনা এর সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। সকাল 10.40 মিনিট থেকে 10.50 পর্যন্ত প্রার্থনার সময়।10.50 থেকে সমস্ত ক্লাস শুরু হয়ে যাবে। 10.50 এর মধ্যে সমস্ত ক্লাসে আলাদা আলাদা শিক্ষক-শিক্ষিকা দের প্রবেশ বাধ্যতামূলক।
আরও পরুনঃ
- এই নতুন কাজটি করা না থাকলে প্যান কার্ড বন্ধ হবে আগামী 31th মার্চ
- LIC Agent আপনাকে বোকা বানাচ্ছে না তো? আপনার LIC premium update পান ফোনে
বিদ্যালয় স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না কোন শিক্ষক শিক্ষিকা। পড়াশোনার কারণে যদি ব্যবহার করতে হয় স্মার্টফোন, তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থেকে তার অনুমতি নেওয়া প্রয়োজন। বিদ্যালয়ের আটটি পিরিওড সম্পন্ন করা হবে বিকেল 4.00 এরমধ্যে।
বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা আর্থিকভাবে অন্য কোন আর্থিক সংস্থার সাথে যুক্ত হওয়া, ব্যবসা ও নিজস্ব প্রাইভেট পড়ানো এর সাথে যুক্ত হতে পারবেন না।
2023 এ গ্রীস্মের ছুটি থাকছে 10 দিন কিন্তু গরমের পরিমাণ বাড়লে সেটি বাড়তে পারে। এই বছরে পূজা পার্বণের ছুটির জন্য বরাদ্দ করা হয়েছে 26 দিন। এছাড়াও অন্যান্য ছুটি মিলিয়ে হচ্ছে 65 দিন।
এই পোস্টের মাধ্যমে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষিকাদের সতর্কবার্তা জানানো হলো।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |