শেয়ার মার্কেটের লস থেকে বাঁচতে এই গোপন টিপস

Share Market secret tips
Share Market secret tips

বর্তমান সময়ে ভারতের বাজারে আয় করা খুবই কষ্টকর হয়ে উঠছে দিনের পর দিন। ফলস্বরূপ কলেজ পাশ করতে না করতে ছেলেমেয়েদের মনে ইনকাম করার ইচ্ছা জেগে উঠছে। যাদের আলাদা আলাদা রকম অভিজ্ঞতা রয়েছে সাথে শিক্ষা তারা নিজের পছন্দমত ক্যারিয়ার লাইন খুঁজে নিচ্ছে। তার মধ্যেও অনেক মানুষ রয়েছে যারা শেয়ার মার্কেটে লাখ টাকা ইনকাম করতে চায় অল্প সময়ের মধ্যে। দিনের পর দিন মানুষের ধৈর্যের পরিমাণ কমছে। ফলে মানুষ তৎক্ষণাৎ আয়ের আশায় বড় বড় ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায়। পূর্বে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত মানুষ খুবই কম ছিল কিন্তু ফোন সবার হাতে হাতে থাকার ফলে তার পরিমাণ অনেক বেড়ে গেছে। বর্তমানে টেলিভিশনের বিজ্ঞাপন থেকে শুরু করে ফোনের বিজ্ঞাপন সব জায়গাতেই এই স্টক মার্কেটের চরম লাভের গল্প দেখানো হয়। আসলে কি স্টক মার্কেটে পা দিলেই সবাই মোটা মোটা লভ্যাংশ নিয়ে বেরিয়ে আসতে পারে?

স্টক মার্কেটে দুই ধরনের ইনভেস্টমেন্ট দেখা যায় তার মধ্যে রয়েছে ডেলিভারি ও ইন্ট্রাডে। যারা ট্রেডিং করে তারা বেশির ভাগ ইন্ট্রাডে কে বেছে নেয়। টাকা মজুত করে শুরু করতে চায় ভবিষ্যতের বিজনেস কিন্তু বেশি ভাগ এত তাই লসে চলে যায় যে শোধ করা যায় না। আজ আমরা আপনার জন্য কিছু টিপস নিয়ে এসেছি আপনার স্টক মার্কেট ক্যারিয়ার এর জন্য।

বাজার শুরুর সময়েই টাকা বিনিয়োগ: 

অনেকেই উঠতি বয়সের স্টক মার্কেট ইনভেস্টাররা বাজার খোলা শুরুতেই অর্থাৎ সকাল 9:15 তেই ইনভেস্ট করা শুরু করে দেয়। স্টকের অ্যাপগুলিতে দেখা যায় বাজারের সময় শুরুর সাথে সাথে স্টকের দাম লাফিয়ে লাফিয়ে মারতে থাকে অনেকে সেই লাভের আশা করে বেশি পয়সা ইনভেস্ট করে দেয়। কিন্তু দিনের শেষে তা অনেকটাই কমে যায় যা তারা আশা করতে পারেনি। 

ওভার ট্রেডিং:

অনেকে আছে যারা হঠাৎ করে অনেকটা বেশি টাকা লাভ করে ফেলে কিন্তু আরও বেশি লাভের আশাতে ওভার ট্রেডিং শুরু করে। ওভার ট্রেডিং অর্থাৎ দিনের শুরুতে ইনভেস্টমেন্ট করে দিনের শেষে টাকা অনেক বেশি প্রফিটের সাথে তোলার পরেও তাদের মনে আরো বেশি ঝুঁকি নেওয়ার ইচ্ছা তৈরি হয় যে ইনভেস্টমেন্ট করে লাভ অংশ পেয়েছে সেই লাভ বংশ দিয়ে আরো বেশি পরিমাণ স্টক কেনে এবং পরে তা ওপরে ওঠার নাম পর্যন্ত নেয় না ফলে লস প্রচন্ড পরিমাণ বেড়ে যায়।

আরও পরুনঃ

অতিরিক্ত সময়ে স্টক ধরে রাখা:

কিছু কিছু স্টক যেগুলি বাজার শুরুর সময় হঠাৎ করে বাড়তে শুরু করে অনেকে তাড়াতাড়ি ইনভেস্ট করে দেয় সেই সব কোম্পানির স্টকে। কিন্তু বাজার বন্ধ হওয়ার দিকে স্টকের দামগুলি তরতুড়িয়ে নামতে শুরু করে অনেকে ভাবে দাম বেড়ে যাবে কিন্তু অপেক্ষার ফল লোকসান হয়ে দাঁড়ায়। এটি বেশিরভাগ ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে অতিরিক্ত সময়ে ধরে রাখা সব সময় ভুল সিদ্ধান্ত নাও হতে পারে।

স্টপ লস:

স্টপ লস শেয়ার বাজার এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়। এর বিষয়ে আপনাকে শিখতে গেলে বিভিন্ন কোর্স ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে জানতে হবে বিস্তারিতভাবে। এই পদ্ধতির মাধ্যমে জানা যায় ইনভেস্টমেন্ট কারী কে অনেক সংখ্যক ক্ষতির থেকে বাঁচা সম্ভব হয়।

অতএব আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সবার জন্য এই স্টক মার্কেট নয়। অনেকে এই মার্কেটের মাধ্যমে কোটি টাকা ইনকাম করতে পারে আবার অনেকে বড়লোক হয়েও ভিখারিতে পরিণত হয়। আপনার টাকা আপনার ভবিষ্যৎ আপনার নিজের হাতে আপনি কিভাবে চালাবেন আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন স্টক মার্কেটে লাভবান হয় অনেকে কিন্তু তার শতাংশ অনেক টাই কম যারা আজ লোকসানে বসে আছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন