পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমানে দিনের পর দিন গাড়ির সংখ্যা বাড়তেই চলেছে। চার চাকা অতটা বৃদ্ধি না পেলেও দুই চাকা প্রতিটি মানুষের ঘরে একটি বা দুটি দেখা যায়। গাড়ি হল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে সরকারি হবে এই গাড়ি চালানোর জন্য আপনার অবশ্যই থাকতে হবে গাড়ির লাইসেন্স।
মহামারীর সময়কালীন গাড়ির লাইসেন্স কে দেয়া হতো কাগজের রূপে সার্টিফিকেটের মত। সে সময় অফিসে কাজ করায় বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে বর্তমান সময় এই সমস্যাকে কাটিয়ে উঠতে পেরেছে ভারতবর্ষ। পরিবার দপ্তরের মতে নতুন করে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু করা হচ্ছে। জানা গিয়েছে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পিভিসি কার্ড হবে। এই কার্ডে এমবেডেড চিপের পরিবর্তে থাকছে QR কোড। এই কিউ আর কোডের মাধ্যমে চালকের সমস্ত নথিপত্র জানা যাবে।
তবে আপনি কিভাবে করবেন এই নতুন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স?
নতুন করে করার কিছুই নেই এই নতুন কার্ড চালু হচ্ছে আগামী মে মাস থেকে। যাদের আগে থেকে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের কোন চিন্তা নেই তারা এই বিষয়ে এড়িয়ে চলতে পারেন। তবে জানা গিয়েছে এই নতুন কার্ডের জন্য আলাদা কিছু এক্সট্রা ফিস ব্যয় করতে হবে আবেদনকারীর। তবে টাকার পরিমান সঠিক ভাবে জানা যায়নি। এই কার্ডের সাথে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট কে যুক্ত করা হবে।
আরও পরুনঃ অবশেষে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার।
আরও পরুনঃ টাকা কেটে নেওয়ার পর আধার ও প্যান কার্ড লিংক না হলে কি করবেন?
যাত্রীদের পিভিসি কার্ড থাকার ফলে খুবই উপকার হবে। রাজ্যের পরিবহন দপ্তর থেকে আরও একটি নতুন খবর জানা গিয়েছে। আগামীতে গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে গাড়ির অবস্থানকে ট্রেক করা যেতে পারে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |