Social Welfare Recruitment 2022 | West Bengal Government job

West Bengal Govt Job

আজ আবারো চাকরির সন্ধানকারী দের জন্য সুখবর নিয়ে চলে এসেছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীনে পশ্চিমবঙ্গে নিয়োগ হবে কর্মী। এই চাকরি পেতে হলে কিভাবে আবেদন করবেন এবং কি কি এর ভিতরে সুবিধা রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হবে এই আর্টিকেলের মাধ্যমে। জানতে হলে মনোযোগ সহকারে নিচের প্রতিবেদনটি লক্ষ্য করুন।
মাধ্যমিক পাশে এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন সামান্য কিছু অনলাইন পদ্ধতির মাধ্যমে। এই চাকরির জন্য বর্তমানে কয়েকটি পদে নিয়োগ করা হবে কর্মী। বেতন বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সবকিছুই থাকবে।

এই চাকরিতে যুক্ত হতে আপনি আবেদন করবেন কিভাবে?

আবেদন করতে হলে আপনাকে সর্ব প্রথমে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমরা নিচে দিয়ে রাখবো।
অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পরে নিজস্ব ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন।
মনে রাখবেন আপনি যদি নিজে ডকুমেন্ট গুলি আপলোড করেন তবে তার ফাইল সাইজ কম করতে হবে।
নিজের সিগনেচার ও নিজের ফটো আপলোড করতে হবে।
আবেদনপত্র ফিলাপ করার পরে সাবমিট করে তার একটি প্রিন্ট আউট বার করে রাখবেন নিজের কাছে।

ফ্রম ফিলাপ করতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে?

  • বয়সের প্রমাণপত্রের জন্য লাগবে বার্থ সার্টিফিকেট
  • আপনার লাস্ট পাস আউট হওয়ার সার্টিফিকেট।
  • আপনার ঠিকানা জন্য লাগবে আধার কার্ড ও ভোটের কার্ড।
  • নিজস্ব সিগনেচার এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো যেটি আপলোড করতে হবে।
  • নিজের সঠিক ফোন নাম্বার ও সঠিক ইমেইল আইডি।
  • এর আগে কোন কাজ করে থাকলে তার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • আপনি যদি কোন কাজের হন তবে তার সার্টিফিকেট।

আপনাকে কিভাবে নিয়োগ করা হবে এই চাকরিতে?

  • আপনি ফর্ম ফিলাপ করার পরে যে পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং তারপরে আপনার কাছে নোটিশ যাবে পরীক্ষার জন্য।
  • আপনার নিজস্ব কম্পিউটারের ওপর এক্সপেরিয়েন্স থাকা উচিত কারণ এই চাকরিতে লিখিত পরীক্ষার পর আপনাকে দিতে হবে কম্পিউটার টেস্ট।
  • কম্পিউটার টেস্টে পাস করার পরে ইন্টারভিউতে টাকা হবে যেখানে সাধারণ কিছু প্রশ্ন ও আপনার পার্সোনালিটি পরীক্ষা করা হবে।
  • অবশেষে আপনি মেরিট লিস্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনার নাম এসছে কি আসেনি।

সোশ্যাল ওয়েলফেয়ার এর কি কি পদে নিয়োগ হবে?

সব মিলিয়ে মোট পাঁচটি পদে নিয়োগ হবে। পদ গুলি নিচে দেওয়া হল:

  • ক্লার্ক
  • কম্পাউন্ডার
  • জুনিয়র স্পেশাল ওয়ার্ককার
  • টিচার
  • টেলোরিং ইন্সপেক্টর
  • মিউজিক টিচার

শিক্ষাগত যোগ্যতা: আপনাকে কমপক্ষে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করতে হবে। আপনি যে পদে নিযুক্ত হতে চান তার জন্য আলাদা কোন শিক্ষাগত যোগ্যতা যেটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে। যার লিংক আমরা নিচে দিয়ে রাখব।

বয়স সীমা: আপনাকে কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ 35 বছর। ক্লার্ক ও কম্পাউন্ডারদের জন্য রয়েছে দু বছরের এক্সট্রা সময় অর্থাৎ ৩৭ বছর সর্বোচ্চ।

বেতন: এই চাকরিতে নিযুক্ত হলে আপনাকে কমপক্ষে দেওয়া হবে বারো হাজার টাকা সর্বোচ্চ আমাদের কাছে জানা নেই, আমরা দুঃখিত!!

আবেদনের সময়সূচী: এই মাসের অর্থাৎ আগস্ট মাসের ৯ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Official Notification: https://bit.ly/3vxpdHR ( Copy this links & search )

Official Website: https://bit.ly/3zQRYlc

Apply Here: https://bit.ly/3vx0ZNI

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment