বিমানের কিছু গোপন তথ্য জানলে, আপনি দ্বিতীয় বার বিমানে যাত্রা করতে ২ বার ভাববেন

বিমানের কিছু গোপন তথ্য জানলে

বিমানে আগে যাতায়াত করেছেন? প্রথমবার বিমানে যাতায়াত করতে যাচ্ছেন? বিমানের কিছু গোপন তথ্য জানলে আপনি হতবাক হয়ে যাবেন, কথাগুলি জানার পরে দ্বিতীয় বার বিমানে উঠতে গেলে একবার হলেও বেশি ভাববেন। বিমানে যাতায়াত করতে গেলে আপনাকে দিতে হবে, মোটা সংখ্যার টাকা, কিন্তু আপনার সুরক্ষা বিষয় কতটা চিন্তা করে বিমান কোম্পানিগুলি? বিমান প্রায় 6000-7000 ফুট উপরে থাকে সেখানে সুরক্ষার কোন অভাব হলে বেঁচে থাকার সুযোগ নেই বললেই চলে। কিছু কিছু রিপোর্ট আর্টিকেলের মাধ্যমে জানা যায় রাস্তায় গাড়ি চলার থেকে নাকি বিমানে সুরক্ষা আরো বেশি। 

আসুন দেখে নেওয়া যাক বিমানের কিছু গোপন তথ্য যেগুলো আপনার সাথে কখনোই শেয়ার করা হবে না। 

গোপন ক্যামেরার অবস্থান: কিছু হাই ক্লাস বিমান গুলির মধ্যে বিজনেস অথবা এক্সেকিউটিভ সিটের ব্যবস্থা থাকে তার মধ্যে কাপল বা দুজনের জন্য পার্সোনাল স্পেস এর ব্যবস্থা থাকে কিন্তু আপনি জানলে অবাক হবেন বিমানে কিছু কিছু জায়গায় গোপনে ক্যামেরা থাকে। বিমানের মধ্যে অশ্লীল কোন কাজ করবেন না কারণ বিমানের ক্যামেরাতে তা রেকর্ড হতেই পারে। আপনি এই ক্যামেরাগুলোকে কখনোই খুঁজে পাবেন না, খোঁজার চেষ্টা না করাই ভালো। 

শৌচালয় এর জল ব্যাবহার: আপনি যদি বিমানের শৌচালয় ব্যাবহার করেন, তবে জল ব্যাবহার করলে আপনার পশ্চাৎ দেশ আটকে যেতে পারে। 

অত্যধিক বার চা-কফি পান করবেন না: বিমানে আপনাকে চা বা কফি অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করবেন নাকি তার সুযোগ-সুবিধা দেওয়া থাকে,  কিন্তু প্রথমবার এর পরে দ্বিতীয়বার আপনি চা বা কফি পান করবেন না কারণ আপনার পুরনো কাপেই আপনাকে আবার চা-কফি দেওয়া হবে। 

পাড়ায় সমাধান কর্মসূচি: এই নতুন প্রকল্প শুরু হচ্ছে নতুন দুয়ারে সরকারে

মোবাইল গেম খেলে প্রতিদিন 500 থেকে 1000 টাকা আয় করতে চান?

যাত্রী ও বিমান চালকের জন্য আলাদা খাবার:  আপনি জানলে অবাক হবেন আপনাকে যে সব খাবার বিমান সেবাতে দেওয়া হবে তার সাথে বিমানচালক অর্থাৎ পাইলটের খাবারের কোনরকম মিল থাকেনা।  এমনকি দুজন বিমানচালক থাকে তার ভেতরে দুজনকে আলাদা আলাদা খাবার দেওয়া হয়।  এর মাধ্যমে একজন আর পেটে কোন সমস্যা হলে আরেকজনের এই ধরনের কোন আশঙ্কা না থাকে। 

মৃত লাশের পাশে বসাঃ  বিমান চলাকালীন যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যার ফলে সেই যাত্রী মারা যায় তবে বিমানে আলাদা কোন জায়গা নেই মৃতদেহ রাখার জন্য। কোন যাত্রী মারা গেলে তার চিঠি তাকে বসিয়ে দেওয়া হবে তার ওপর থেকে চাদর বিছিয়ে দেওয়া হয়।  ভয়ের কারণটি হলো আপনি যদি সেরকম কোন অবস্থায় পড়েন তবে আপনার কিছু করার থাকবে না কারণ মৃতদেহের পাশে বসে আপনাকে যা তা সম্পন্ন করতে হবে। 

বিমানে অক্সিজেন মাক্সঃ বিমানে ওঠার পরে যখন বিমান চালু হওয়ার সময় হয়ে আসে তখন আপনাকে আপনার সেফটির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এয়ার হোস্টেস বলে যায়।  তারমধ্যে এটিও থাকে।  আপনার সিটের ওপরে অক্সিজেন মাক্স এর ব্যবস্থা রয়েছে কোন রকম সমস্যা কালীন সময়ে এই অক্সিজেন মাক্স ব্যবহার করে আপনি আপনার জীবন বাঁচাতে পারেন।  কিন্তু সত্যি বলতে গেলে এই অক্সিজেন মাক্স মাত্র 15 মিনিট জীবন দান করতে সক্ষম যেগুলি আপনাকে কখনোই বিমান  সেবায় জানতে পারবেন না। 

বিমান চালিয়ে পাইলটের ঘুমানোঃ  দীর্ঘ সময় যাত্রাকালীন আপনারা অর্থাৎ যাত্রীরা যেরকম বিশ্রাম নেওয়ার জন্য ছোটখাটো ঘুম দেন ঠিক সেরকম পাইলট অর্থাৎ বিমান চালু করাও চলমান বিমানের মধ্যে কিছুটা সময় ঘুমিয়ে নেন, শুনলে অবাক কর মনে হলও এটি সত্যি। আপনারা  গাড়িতে নতুন একটি ফিচার জানতে পেরেছেন যার নাম অটোপাইলট মোড কিন্তু এর সৃষ্টি হয়েছে পাইলট এর মাধ্যমে অর্থাৎ বিমান থেকেই এই  অটোপাইলট  মোডের সৃষ্টি। এর মাধ্যমে বিমানকে অটোপাইলটে চালিয়ে দিয়ে বিমান চালক কিছু সময়ের জন্য ঘুমিয়ে থাকেন যাকে বলা হয় পাওয়ার ন্যাপ। কিছু সময় একজন পাইলট জেগে থাকেন এবং আরেকজন কিছু সময়ের জন্য ঘুমান। 

written by Debmoy Bala

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।