SSC CHSL DEO RECRUITMENT: উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি আমরা এক নতুন চাকরির খবর। গত 6 তারিখে অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই নিয়োগের সম্বন্ধে। ডেটা এন্ট্রি অপারেটর সাথে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সব মিলিয়ে মোট 4500 টি শূন্যস্থান তৈরি হয়েছে। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন আপনি কিভাবে আবেদন করবেন বেতন ও পরীক্ষা কবে হবে বিস্তারিত।
SSC CHSL DEO RECRUITMENT
শিক্ষাগত যোগ্যতা: আপনি কোন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলে এই পরীক্ষার জন্য আপনি যোগ্য। আপনি আর সাইন্স কমার্স যেকোন ফিল্ড থেকেই এই পথগুলোর জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করে থাকেন তবে আপনার অবশ্যই কম্পিউটার বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে প্রতি মিনিটে টাইপিং স্পিড রাখতে হবে 35 থেকে 40।
শূন্যস্থান: এখানে মোট তিনটি পদের জন্য নিয়োগ করা হবে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মোট 4500 টি শূন্যস্থান রয়েছে। ওদের নামগুলি দেখে নিন- Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA), Postal Assistant / Sorting Assistant, Data Entry Operator (DEO).
বয়স সীমা: আপনি যেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে চাইলে বয়স 18 থেকে 27 বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। আপনি তপশিলি জাতি হলে ছার পাবেন 5 বছরের। ওবিসি (OBC) 3 বছর, PwBD-10 years, PDBD (OBC)-13 years, PWBD (SC/ST) – 15 years, Ex- service man – 3 years. সর্বোচ্চ 45 বছর পর্যন্ত সুযোগ পাচ্ছেন কিছু শ্রেণির মানুষের জন্য।
আবেদন মূল্য: সাধারণ দের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা করে মাথাপিছু। আপনি অনলাইন অথবা অফলাইন আপনার পছন্দ মতো টাকাটি পাঠাতে পারবেন। মহিলা, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য কোনরকম আবেদন মূল্য নেওয়া হবে না।
আরও পরুনঃ
- Asha Kormi Recruitment: আশা কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখে নিন
- Railway Recruitment: মাধ্যমিক পাসে রেলের চাকরি, কিভাবে আবেদন করবেন দেখুন
আবেদনের পদ্ধতি:
- প্রথমে আপনাকে এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিংক আমরা নিচে দিয়ে দেব।
- আপনি আগে থেকে যদি এসএসসি রেজিস্ট্রেশন করে থাকেন তবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
- আপনি সঠিকভাবে লগইন করার পরে ওপরে ওয়েলকাম অর্থাৎ স্বাগতম এর একটি মেসেজ দেখতে পাবেন।
- তার নিচেই লেখা থাকবে Combined higher secondary 10 + 2 level examination এই অপশনে ক্লিক করে সমস্ত কিছু ফিলাপ করুন।
- পেমেন্ট করার পরে একটি প্রিন্ট আউট বার করে নিন।
SSC CHSL DEO RECRUITMENT বেতন: তিনটি পোষ্টের জন্য আলাদা আলাদা রকমের বেতন রয়েছে। ডেটা এন্ট্রির অপারেটরের জন্য শুরুতে বেতন রয়েছে 25,500 টাকা সর্বোচ্চ 81,100 টাকা।
আবেদনের সময়সীমা: 06/12/2022 to 04/01/2023
SSC CHSL DEO RECRUITMENT Official Notification: Click Here
SSC CHSL DEO RECRUITMENT Apply Link: Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |