SSC Jobs: SSC এর প্রায় 7 টি দপ্তরে নিয়োগ হবে 24 হাজারেরও বেশি কর্মী

SSC Jobs
SSC Jobs

SSC Jobs: যারা কেন্দ্র সরকারের চাকরি খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এটি  খুশির খবর। প্রায় 24 হাজারের বেশি কর্মী নিয়োগ হবে এই এসএসসি এর মাধ্যমে। প্রায় সাত থেকে আটটি দপ্তরে একই সাথে নিয়োগ হবে। আপনারা তো সবাই জানেন কেন্দ্রীয় সরকার এর চাকরিতে কত বেতন থাকে, সাথে থাকে আরো অনেক সুবিধা। 

SSC Jobs: এর কোন কোন পদে নিয়োগ হবে?

স্টাফ সিলেকশন কমিশন (SSC), সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্সেস (CPAF), এসএসএফ ও আসাম রাইফেলস, সিপাহী (সিপাই)-এ রাইফেলম্যান (জিডি), কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (CAPF), এসএসএফ ও আসাম রাইফেলে কনস্টেবল এ নিয়োগ হবে। 

SSC Jobs: এর কোন কোন পদে কত  শূন্যপদ রয়েছে?

বিএসএফ (BSF): 10497, সিআইএসএফ (CIFC): 100, CRPF: 8911, এসএসবি (SSB): 1284, ITBP: 1613, এআর (AR): 1697, SSF: 103. মোট শূন্যপদ রয়েছে 24,369 জনের।

SSC Jobs: এই পদ গুলির জন্য আবেদন ফি কত?

সাধারণ  দের জন্য  ধার্য করা হয়েছে 100 টাকা, যারা তপশিলি, এসি/এসটি এবং এক্স আর্মি তাদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না। 

SSC Jobs: বয়সসীমা

২০২৩ এর ১ জানুয়ারি হিসেবে বয়স ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত। এক্স আর্মি দের জন্য বয়সের কিছু  ছাড় থাকতে পারে তবে এই বিষয়ে সঠিক ইনফর্মেশন আমরা পাইনি। 

SSC Jobs: চাকরির জন্য যোগ্যতাঃ

SSC  এর এই পদগুলির জন্য ন্যূনতম মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা যোগ্যতা রাখা হয়েছে।

SSC Jobs: এর আবেদন পদ্ধতিঃ

প্রথমে আপনাকে SSC এর home page এ যেতে হবে।

দ্বিতীয়তে আপনাকে ID password দিয়ে লগইন করতে হবে, যদি না থেকে থাকে তবে আপনাকে নতুন করে ID বানাতে হবে। 

তারপর আপনাকে আবেদনের নোটিফিকেশান অপশন এ ক্লিক করে আবেদন করতে হবে। 

ডকুমেন্ট সাবমিট করার পর ফ্রমের প্রিন্ট আউট বার করে নেবেন। নিজের কাছে সুরক্ষিত করে রাখবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন