সূরা প্রেমীদের জন্য এক বিশাল সুখবর, এবার জেলায় জেলায় মদের দোকান দেবে রাজ্য সরকার। হরিণঘাটার মাংস, ডেয়ারি দুধের মত এবার মদের দোকানও খুলবে রাজ্য সরকার। প্রাথমিকভাবে এখন উত্তরের তিনটি জেলাকে বেছে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে এটিকে পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হবে। এখানে পাওয়া যাবে ভারতে তৈরি হওয়া বিদেশি মদ।
নির্দিষ্ট একটি অর্থের বিনিময়ে তবেই এই মদের franchise এবং লাইসেন্স দিচ্ছে রাজ্য সরকার। দার্জিলিং আলিপুরদুয়ার এবং কালিংপং এ খোলা হবে এই দোকান। সরকারি এই মদের দোকানের ফ্রাঞ্চাইসে নিতে গেলে সরকারের আফগানি দপ্তরকে দিতে হবে প্রায় লাখখানেক টাকা। পৌরসভা কিংবা কোন বড় শহর এলাকার জন্য যা দেড় লাখ থেকে চার লাখ টাকা অব্দি হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া বাৎসরিক ফি হিসাবে এই দোকানগুলিকে পঞ্চায়েত এলাকায় হলে দিতে হবে ১৫,০০০ টাকা, পৌরসভা এলাকার জন্য যা দাঁড়াবে ৩০,০০০ টাকা এবং পৌরনিগম এলাকায় দোকান হলে সেটি ৫০ হাজার অব্দি দিতে হবে।
তবে রাজ্য সরকারই এই মদের দোকানের ফ্রাঞ্চাইসে নিতে গেলে রাজ্য সরকারের নিয়ম মাফিক কিছু জিনিস অবশ্যই পূরণ করতে হবে। ন্যূনতম একটি ১০০ ফুটের গুদামঘর ও একই মাপের একটি দোকান ঘর থাকতে হবে। দোকানের ইন্টেরিয়ার কিরকম হবে? তা বলে দেবে রাজ্য সরকার নিজেই। একটি ব্যক্তি একসঙ্গে তিনটির বেশি ফ্রাঞ্চাইসি নিতে পারবে না। এবং ফ্রাঞ্চাইসি তে কাজ করার ব্যক্তিদের বেতন দিতে হবে সরকারের ঠিক করে দেওয়া নিয়মে।
কোন এলাকায় কিভাবে ফ্র্যাঞ্চাইসি পাওয়া যাবে তা এখনো ঠিক করেননি রাজ্য সরকারের আফগানি দপ্তর। পঞ্চায়েত অঞ্চলের ক্ষেত্রে কোন মদের দোকান তিন কিলোমিটারের মধ্যে না থাকলে দেওয়া হবে অনুমতি । পৌরসভা এবং পুরো নিগম এলাকার মধ্যে যা হবে যথাক্রমে ২ কিলোমিটার ও ১ কিলোমিটার।
সূত্রের খবর এখন শুধুমাত্র আলিপুরদুয়ার অঞ্চলেই ৩১ টি এরকম দোকান দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য নিজের ভাড়ারের টান কমাতে এভাবেই আরো বেশি করে মদের দোকান খুলতে চায়। তবে রাজ্যের এই সিদ্ধান্তে খুশি বাংলার সূরা প্রেমীরা।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |