Stock Market
বর্তমান সময়ে যে কেউ বাড়িতে বসে শুয়ে হায় করতে চায়, কিন্তু তার জন্য দরকার হয় মাথা খাটানো। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের আরো কাজ সহজ করে দেব আমরা। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি স্টক যাতে আপনি এক বছরে প্রায় 7 গুণ রিটার্ন পাবেন।
যাদের কাছে টাকা Stock Market এ ইনভেস্ট করার মত টাকা মজুত রয়েছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বাঙ্গালীদের মধ্যে Stock Market এ টাকা ইনভেস্ট করা নিয়ে এক খারাপ অভিজ্ঞতা রয়েছে। বেশিরভাগ বাঙালি মানুষেরা ভয় পায় স্টক মার্কেটে ইনভেস্ট করতে। ভয় পাওয়ার কিছু নেই আমরা একটা কোম্পানির আপাদমস্তক রিচার্জ করি আপনাদের কাছে এই রিপোর্ট তুলে ধরেছি।
আমরা একটি কোম্পানিকে তুলে ধরছি। এই কোম্পানির মাধ্যমে আপনি প্রতি বছরে প্রায় 7 থেকে 10 গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন তাদের স্টক ইনভেস্ট করে। পুরনো রেকর্ড অনুযায়ী দেখা গিয়েছে গত তিন বছর আগে কোন ব্যক্তি এক লক্ষ টাকা ইনভেস্ট করলে তা বর্তমানে গিয়ে দাঁড়াবে 21 লক্ষ্যে। অর্থাৎ প্রতি বছরে টাকা বৃদ্ধি পেয়েছে 7 গুণ হিসাবে। বর্তমানে এর দাম সাড়ে 300 থেকে 400 এর মধ্যে। মাঝে মাঝে এই দাম ওঠে ও নামে। গত 6 মাসে যখন এই স্টক এর দাম 400 ছুঁই অবস্থায়, তখন প্রচুর মানুষ প্রচুর পরিমাণ মুনাফা করেছে এই স্টক এর মাধ্যমে।

আরও পরুনঃ
- CASHe অ্যাপ দিচ্ছে 30 সেকেন্ডে লোণ, কিভাবে পাবেন?
- Digital Rupee: ডিজিটাল রুপি কি? ডিজিটাল রুপি কিভাবে কিনবেন? | Digital Rupee Pilot Scheme
আপনি হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন এই কোম্পানির নাম জানার জন্য। এই কোম্পানির নাম Fineotex Chemical. আপনি যদি Stock Market কেনাবেচা ও ইনভেস্ট করে থাকেন তবে অবশ্যই আপনার ফোনে স্টক এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশন থাকবে। আপনি এই কোম্পানির পুরনো রেকর্ড চেক করবেন তখন জানতে পারবেন এই কোম্পানির বিষয়ে। আমাদের এই আর্টিকেলের কথা মনে পড়ে তখন ভাববেন আমরা আগে কেন এই খবরটি আপনার কাছে পৌঁছায়নি।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |