৫ বছরের মধ্যে পিএফ একাউন্ট থেকে টাকা তুলছেন, কত ট্যাক্স কাটে জানেন?

Tax Rate for PF withdrawal
Tax Rate for PF withdrawal

যারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজে যুক্ত রয়েছেন তাদের মধ্যে সবাই পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের বিষয়ে জানেন। এই একাউন্টে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি থেকে যে বেতন আপনি পান তার প্রায় ১২ শতাংশ টাকা এই একাউন্টে জমা হয়। একটি সময়ের পরে এই টাকা ম্যাচুরিটি পায় এবং সরকার ও কোম্পানি কিছু শতাংশ অতিরিক্ত সুদ দেয় যেটি আপনাকে ভবিষ্যতে অনেক উপকার দিতে পারে। বর্তমান সময়ে বেশিরভাগ কর্ম ক্ষেত্রে পেনশন এর সুযোগ সুবিধা পাওয়া যায় না তাদের জন্য এই বিএফ অ্যাকাউন্ট ভবিষ্যতের সাথী। তবে অনেক সময় বাধ্য হয়ে মানুষকে পিএফ একাউন্ট থেকে টাকা তুলতে হয়। তবে সময়ের আগে পিএফ একাউন্ট থেকে টাকা তুললে তার উপর মোটা ট্যাক্স দিতে হয় সরকারকে। এই ট্যাক্সের পরিমাণ জানেন?

সরকারের মারফতে এই ফান্ডের উপর আমাদের কিছু টাকা জমা হয় যার ওপরে সরকার ৮.১৫ শতাংশ সুদ দেয়। ভবিষ্যতে এই টাকা আমাদের সাহায্য করে।

৫ বছর আগে পিএফ একাউন্ট থেকে টাকা তুললে কত শতাংশ ট্যাক্স দিতে হয়?

এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এর নিয়ম অনুসারে পিএফ একাউন্ট খোলার পরে ৫ বছরের মধ্যে আপনি আপনার টাকা তুলতে পারেন। তবে আপনার পিএফ একাউন্টের সাথে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক থাকলে ১০ শতাংশ ট্যাক্স কাটা হয় যদি তা না থাকে তবে ২০ শতাংশ ট্যাক্স কাটা হবে।

পিএফ একাউন্টে টাকা তুললে কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়না?

তবে আপনি ৫ বছরের মধ্যে যদি সেই কোম্পানি থেকে কাজ ছেড়ে দেন এছাড়া আপনার শারীরিক কোন কারণে কাজে ছাড়তে বাধ্য হন তবে ৫ বছরের মধ্যে আপনি টাকা তুলতে পারেন তখন সরকারকে কোন ট্যাক্স দিতে হবে না।

আরও পরুনঃ এই মাসের বেতন কম আসবে, সঠিক অপশন না বেছে নিলেই বিপদ

কখন পিএফ এর টাকা তোলা সবথেকে ভালো?

একাউন্টেন্টের অনুসারে পিএফ একাউন্টের টাকা তোলা সবথেকে ভালো সময় হলো অবসরের পরে। তখন এই টাকা কোম্পানি দেওয়ার সুদ এছাড়া সরকারের সুদের পরিমাণ একসাথে হয়ে সম্পূর্ণ টাকা তোলা যায় যা আপনার ভবিষ্যতের কাজে লাগবে।

আরও পরুনঃ ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ ইন্ডিয়ান ব্যাংকে, সময় মাত্র ৯ দিন

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন