ফ্রী ডেটা ও কল চান? Telenor সিমের নতুন অফার কিভাবে পাবেন?

Telenor
Telenor

টেলিনর সিম (Telenor) কোম্পানির কথা মনে আছে নিশ্চয়ই যারা ২০০৯ সালে বাজারে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু ২০১৮ সালে সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু শোনা যাচ্ছে আবার এক নতুন খবর, বাজারে আবার ফিরে আসতে চলেছে টেলিনর সিম কোম্পানি।

শোনা যাচ্ছে তারা বাজারে ফিরে এসে তাদের প্রতিযোগীদের পিছনে ফেলতে গ্রাহকদের দেবে একগুচ্ছ অবাক করা পরিষেবা। তারা নাকি তাদের গ্রাহকদের আজীবনের জন্য দেবে ফ্রি কল এবং আনলিমিটেড ডেটা।

দাঁড়িয়ে বর্তমানে থাকা জিও এয়ারটেল ভোডাফোন এদেরকে টেক্কা দিতেই ফিরে আসছে এই টেলিনর সিম (Telenor) সংস্থা। আগের মতো টকটাইম প্লানটি ফিরিয়ে আনছে, যেখানে আপনি ১০ টাকা টকটাইম রিচার্জে ১০ টাকায় পাবেন। তাদের লঞ্চ করার আনন্দ উপলক্ষে তারা তাদের গ্রাহকদের দেবে এক বছরের জন্য ফ্রি কল এবং আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা। তাদের মাসিক রিচার্জ টকটাইম হবে ১০ ২০ ৩০ এবং ৫০ এবং এই টাকাগুলো রিচার্জ করলে আপনার ইনকামিং কল কখনোই বন্ধ হবে না। আপনি যদি তাদের থেকে নতুন সিম নেন তাহলে আপনি পাবেন এক বছরের জন্য ফ্রি কল এবং আনলিমিটেড এটা যা গ্রাহকদের জন্য অত্যন্ত একটি লোভনীয় ডিল।

টেলিনর সিম (telenor) অন্ধপ্রদেশে এই সিম দেয়া শুরু হয়ে গিয়েছে। এবং যদি আপনি এই সিম পেতে চান তাহলে আপনাকে বুকিং করতে হবে টেলিনর সিম (telenor) সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। এবার যদি আপনি এই সিম অফলাইনে পেতে চান হলেও কিছুদিনের মধ্যে খুব সহজেই আপনি পাবেন এটি। তবে এ সম্পর্কে টেলিনর পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেয়া হয়নি।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন