ANI এই রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে আজ রাখি পূর্ণিমার দিন রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে সন্ত্রাসবাদি আত্মঘাতী হামলায় শহীদ হয়েছে তিনজন সেনা।
তবে রিপোর্টের মাধ্যমে এটিও জানা যায় দুজন সন্ত্রাসবাদি তারাও মারা গেছে।
Two terrorists attempting suicide attack at army camp in J-K’s Rajouri gunned down; 3 jawans die
— ANI Digital (@ani_digital) August 11, 2022
Read @ANI Story | https://t.co/FpPrJIaxVV#JammuAndKashmir #EncounterInRajouri #SuicideAttack pic.twitter.com/O2Kgf2eiRB
হরিপদ এর মাধ্যমে এটিও জানা যায় যে আজকে সকালে কিছু সন্ত্রাসবাদীদের পারগাল এর আর্মি ক্যাম্পিং লাইন কে ক্রস করতে দেখা যায়। তখন সেনা ও তাদের ভিতরে গুলি চলতে থাকে।
অ্যাডিশনাল ডিরেক্টর অফ জেনারেল মুকেশ সিং এর মাধ্যমে জানা যায়: সন্ত্রাসবাদি তাদের সীমা বার করে ভেতরে আসার চেষ্টা করছিল তবে এখন সমস্ত এলাকাটি ঘেরাও করা হয়েছে। অন্যান্য জায়গার সেনাবাহিনীকে সেই স্থানে পাঠানো হয়েছে।
J&K | Two terrorists, who carried out a suicide attack on an Army company operating base 25 kms from Rajouri, killed; three soldiers lost their lives. Operations in progress.
— ANI (@ANI) August 11, 2022
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/QspNSFhfX6
খুবই দুঃখের বিষয় যে আজকের দিনে তিনজন সেনাবাহিনী শহীদ হলেন।
এই রিপোর্টের মাধ্যমে আরো জানা যাচ্ছে যে দুজন নাগরিক তারাও মারা গেছে কিন্তু এই রিপোর্টের সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।