TET Exam update: গত 14 ই অক্টোবর থেকে টেট পরীক্ষার আবেদন শুরু করা হয়েছিল কিন্তু তার পরেও আরো অনেক দিন পার হয়ে গেল। এই নতুন কয়েকদিনের মধ্যে অতিরিক্ত ৩ লাখ আবেদনপত্র জমা পড়েছে। গত শুক্রবার প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে নতুন আপডেট আসে, যোগ্যতা নিয়ে হয় নতুন সংযোজন।
নতুন সংযোজন উঠে আসে নয়া নির্দেশিকা, সিদ্ধান্ত নেওয়া হয় শারিশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এ ডিগ্রী থাকলে প্রাইমারি টেট পরীক্ষার জন্য উপযুক্ত।
- তাড়াতাড়ি ব্যাংকের কাজ সেরে নিন, কারণ নভেম্বরে পরপর 10 দিন বন্ধ থাকবে ব্যাংক
- Bank of Baroda Recruitment: ভালো বেতনে ব্যাঙ্কের চাকরি, আবেদন করুন
যোগ্যতার ওপর নতুন নির্দেশিকা সংযোজনের ফলে আগে থেকে তৈরি হওয়া টেট পরীক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আরো বেড়ে গেল। শারীর শিক্ষার মধ্যে যারা বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত তারাও এই প্রাইমারি টেটের পরীক্ষা তে বসতে পারবেন।
যেসব শিক্ষার্থীরা গ্রাজুয়েশন করেছে কোন সাবজেক্ট অনার্স নিয়ে 50% রেজাল্ট নিয়ে এবং বিএড কমপ্লিট করেছে সবাই প্রাইমারি টেট পরীক্ষার জন্য বসতে পারবে।
টেট পরীক্ষায় জাতিভেদে ছাড়ঃ
গত 13 তারিখের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে প্রাইমারি টেট পরীক্ষার জন্য SC/ST/ OBC, Ex-service man শিক্ষার্থীদের জন্য 5% উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশনে ছাড় রয়েছে অর্থাৎ 45% রেজাল্টে এই পরীক্ষার জন্য উপযুক্ত থাকবেন।
PH and DH শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন এবং NCTE স্বীকৃত D.El.Ed অথবা B.El.Ed কোন করছে শিক্ষার্থীর নাম থাকলে এই পরীক্ষার জন্য উপযুক্ত।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |