TET Interview: নতুন করে আবেদন হচ্ছে টেট ইন্টারভিউ এর, কিভাবে করবেন?

tet interview
tet interview

TET Interview: বর্তমানে নিউজ চ্যানেলগুলো্খুলললে দেখতে পারবেন প্রতিবাদীদের গলার আওয়াজ,  টেট পরীক্ষায় আবেদন করে পাস করে বসে আছে কয়েক বছর ধরে বহু পড়ুয়া। তাদের বয়স পার হয়ে যাচ্ছে, বেকারত্বের চিন্তায় তারা আজ প্রতিবাদী। এই সপ্তাহে বৃহস্পতিবার পুলিশের জুলুমের প্রতিবাদে টেট পরীক্ষার শিক্ষার্থীদের সাথে নেমেছে বিজেপি ও বাম দল। 

এই নতুন করে আবেদনের পড়বে পুরনো দু বছর অর্থাৎ 2017 2014 সালে যারা পরীক্ষার্থী ছিল তারা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক  শিক্ষক নিয়োগ এর জন্য গত 29 সেপ্টেম্বর প্রথম নোটিশ দেওয়া হয়েছিল।

গতকাল বিকেল চারটে অর্থাৎ শুক্রবার থেকে ইন্টারভিউর জন্য নতুন করে রেজিষ্ট্রেশন করা যাবে।  যারা পুরনো শিক্ষার্থী তাদের জন্য বয়সের কিছু ছাড় থাকতে পারে। কিন্তু অন্যান্য কোন রকম সুবিধা দেয়া হবে না বলে জানা গেছে।  প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল পরিষ্কার জানিয়েছেন  “টেট পাস করলেই চাকরি নয়,  2014 এবং 2017 সালে পাশ করেছি বলে চাকরি দিতে হবে এটা কোন নিয়মের মধ্যে পড়ে না।“

TET interview আবেদন পদ্ধতিঃ

গত দিন শুক্রবার বিকেল চারটা থেকে আবেদন শুরু হয়ে গেছে আগামী 14 ই নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা চলবে প্রধানত দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেই দুটি দেওয়া হলঃ www.wbbpe.org & wbbprimaryeducation.org .

TET interview আবেদন ফীঃ

সাধারণ কাস্ট চাকরি প্রার্থীদের জন্য টাকা লাগছে দেড়শ অবিচারের জন্য লাগছে 100 টাকা তপশিলি জাতি ও উপজাতিদের জন্য লাগছে 50 টাকা করে। .

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন