IPL এর মার্কেট ৯১ হাজার কোটি টাকা! তারমধ্যে চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে?

IPL this year prize money
IPL this year prize money

ভারতবর্ষের বর্তমানে IPL এর ফ্যান ফলোয়িং বিশ্বের মধ্যে অন্যতম। এই টাকায় প্রচুর পরিমাণে খরচ করা হয়। সাথে আয় করা হয় মোটা টাকা। যখন আইপিএল শুরু এর সময় অর্থাৎ ২০০৮ সালে তখন এত টাকা পয়সা আসেনি এবং চ্যাম্পিয়ন দল এবং রানার্স দলকে এত টাকা দেওয়া হতো না পুরস্কার হিসেবে কিন্তু বর্তমানে তা আপনার ধারণার বাইরে। বর্তমানে আইপিএল এর মার্কেট প্রায় ৯১ হাজার কোটি টাকা। এত টাকা আসছে কোথা থেকে আইপিএলের পিছনে খেলা হচ্ছে আইনতভাবে জুয়া। প্রতিটি প্লেয়ার কে টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে। তার সাথে রয়েছে আরো অনেক স্পন্সরশিপ এর টাকা প্রমোশনের টাকা। আইপিএল দেখতে যাচ্ছে মানুষ স্টেডিয়ামে তার জন্য খরচা করছে হাজার হাজার টাকা।

২০০৮ সাল থেকে আজ ২০২৩ সাল পর্যন্ত IPL চ্যাম্পিয়ন টিম কত টাকা পেয়েছে?

বর্তমানে 2023 সালে IPL মোট পুরস্কার মূল্য ৪৬.৫ কোটি টাকা।

চ্যাম্পিয়ন টীম পাবে ২০ কোটি টাকা, রানার্সাল পাবে ১৩ কোটি টাকা, প্লে অফ এ যে সমস্ত টীম নাম লেখাতে পারবে প্রতিটি টিমকে ৭ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে।

২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পুরস্কার ের পরিমাণ

প্রথম দিকে দুই বছর পুরস্কারের পরিমাণ ছিল খুবই কম 4.8 কোটি টাকা এবং রানার্সাল পেতো 2.4 কোটি টাকা। 

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত পুরস্কারের পরিমাণ

২০১০ সালে আগের বছরের থেকে দ্বিগুণ করা হয়েছিল পুরস্কারের পরিমাণ চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১০ কোটি টাকা রানার টীম পেয়েছিল ৫ কোটি টাকা। পরপর তিন বছর একই রকম পুরস্কার এর মূল্য নির্ধারণ করা হয়েছিল।

২০১৪ সাল থেকে ১৫

২০১৪ সালে আবার পুরস্কারের পরিমাণ বাড়ানো হয় 15 কোটি টাকা চ্যাম্পিয়ন দল দশ কোটি টাকা পেল ওটা আমরা সাব দল ২০১৫ সালে একই রকম রাখা হয়েছিল।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পুরস্কার মূল্য

২০১৬ সালে পুরস্কারের অর্থ বাড়ে, ২০ কোটি টাকা চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে রানার্স টিমকে দেওয়া হয়েছে ১১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের পুরস্কারের পরিমাণ বাড়ে কিন্তু তা তুলনায় রানার্স অফ টিমের পুরস্কারের মূল্য প্রায় একই রকম থাকে।

আরও পরুনঃ প্লাস্টিকের বোতলে জল খেয়ে লিভার ক্যান্সার

আরও পরুনঃ এই নাম্বারের মাধ্যমে দুয়ারে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন

২০২০ সাল থেকে পুরস্কার মূল্য

২০২০ সালে IPL এর প্রভাব কিছুটা কমে এবং পুরস্কার মূল্য কিছুটা কমে যায়। কারণ সেই সময় IPL দুবাইতে খেলা হয়েছিল এবং সারা পৃথিবীতে করোনা নামক মহামারীর প্রকোপ দেখা গিয়েছিল। কোটি কোটি টাকা চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল সাথে রানার স্থলকে দেওয়া হয়েছিল ১২.৫ কোটি টাকা। ২০২১ সালেও একই রকম ভাবে হয়েছিল।

২০২২ সালের আইপিএল পুরস্কার মূল্য

২০২২ এর চ্যাম্পিয়ন দলের পুরস্কার একই রকম রাখা হয়েছিল কিন্তু রানার সব টিমের পুরস্কার ১৩ কোটি টাকা সিদ্ধান্ত করা হয়েছিল।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন