যারা ট্রেনের দীর্ঘ সময় ধরে নিত্যযাত্রী তাদের জন্য ট্রেনের টিকিটের ভাড়া কমানো এক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বিষয়টি হল ট্রেনের এসি থ্রি টায়ার ইকোনমি ক্লাস ও এসি ৩ টায়ার জেনারেল ক্লাসের টিকিটের দাম কম করা হয়েছে।
এসি কামরা গলিতে এর আগে অতিরিক্ত 60 থেকে 70 টাকা বেশি দেওয়া হতো। রেল আধিকারিকদের মতামতে জানা যায় ট্রেনের কামরায় এসি তিন টায়ার এ শোয়ার সরঞ্জাম যেমন বালিশ কম্বল দেওয়ার জন্য রেলের অতিরিক্ত পরিমাণ খরচ হচ্ছিল। কিন্তু বর্তমানে রেল নিজে থেকেই এসি থ্রি টায়ারের ভাড়া কমায় কিন্তু ভালো বিষয়টি হলো এখানে কোনরকম অসুবিধায় পড়তে হবে না যাত্রীদের। যেমন ভাবে আগে কাঁথা কম্বল ও বালিশ দেওয়া হতো এখনো একই রকম ভাবে দেওয়া হবে।
পূর্বে ইকোনোমিক এসি থ্রি টায়ারের ভাড়া এবং জেনারেল এসি থ্রি টায়ারের ভাড়া একই রকম হয়ে গিয়েছিল তবে এই ভাড়া কমানোর মধ্যে প্রধানত এসি জেনারেল থ্রি টায়ার এর ভাড়া কম হলো।
আরও পরুনঃ মুখ্যমন্ত্রী DA এর টাকা দিয়ে পুরীতে গেস্ট হাউস বানাচ্ছেন?
আরও পরুনঃ ওজন মাপা নিয়ে এই নতুন নিয়ম পালন না করলে দোকান বন্ধ করে দেবে ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ
বর্তমানে দেশে যতগুলো ট্রেন রয়েছে তার মধ্যে সাধারণ এসি থ্রি টায়ারের কোচ রয়েছে ১১২৭৭ টি। তারমধ্যে প্রতিটি কোচে ৭২ টি বার্থ রয়েছে। ইকোনোমিক এসি থ্রি টায়ার এর কোচ রয়েছে মাত্র ৪৬৩ টি যার মধ্যে ৮০টি বার্থ রয়েছে।
অতএব এক কথায় বলতে গেলে ইকোনমি ক্লাসের তুলনায় জেনারেল এসি থ্রি টায়ারের ভাড়া কমানো হচ্ছে 60 থেকে 70 টাকা পর্যন্ত।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |