বোল্ড সেলিব্রিটিদের কিছু ট্রেন্ডিং বোল্ড ফটো

Bold Photo
Top Bold Celebrities Source: Insta

বলিউডের অভিনেত্রী রা বাড়িয়ে চলছে তাদের উষ্ণতা ছড়ানোর লুক। প্রত্যেকদিনই তারা নতুন নতুন চমক নিয়ে আসছেন দর্শকদের মাঝে। আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মানুষ প্রত্যেকেই সেলিব্রিটিদের শুধু সিনেমায় নয় বাস্তবে তারা কি করছে কি পোশাক পড়ছে সে সমস্ত দিকেও আমাদের ইন্টারেস্ট প্রচুর এবং এইসব বলিউড অভিনেত্রীরা আমাদের মনোরঞ্জন করতে নতুন নতুন হট রূপে সামনে আসছেন। আজ এই সমস্ত অভিনেত্রীদেরই কিছু ছবি , মানুষের মনে উত্তেজনার সৃষ্টি করেছে। এক নজরে আলোচনা নিচে দেখে নিন

কিয়ারা আদভানি


বলিউডের সবচেয়ে নামিদামি অভিনেত্রীদের মধ্যে এখন নাম উঠে আসে কিয়ারা আদবানী। তার কর্ম ক্ষেত্রে প্রথমের দিকে জনপ্রিয়তা না পেলেও বর্তমানে নতুন প্রায় সবকটি ছবিতেই তাকে হিরোইন হিসেবে পাওয়া যাচ্ছে। প্রথমের দিকে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে উত্তেজনামূলক কিছু অভিনয় করেছিলেন। তিনি জনপ্রিয়তা লাভ করেন এমএস ধোনি সিনেমাটি করার পর। বর্তমানে তিনি সিদ্ধার্থ মালহত্রার সঙ্গে সম্পর্ক রয়েছে রিপোর্ট এর মাধ্যমে জানা যায়।

অঞ্জলি আররা


ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে টপ চর্চিত অভিনেত্রী অঞ্জলি অরোরা। প্রথমের দিকে তিনি একজন টিকটকার ছিলেন, তারপর ইনস্টাগ্রাম রিল। বর্তমানে তিনি ভালোই জনপ্রিয়। তিনি কাঙ্গনা রানাওয়াত পরিচালিত “লক আপ” নামক রিয়ালিটি শো তে এসেছিলেন। অঞ্জলি অরোরার একটি MMS ভিডিও ফাঁস হওয়া চর্চাতে তিনি প্রথমে রয়েছেন।

নেহা শর্মা


প্রত্যেকদিনই এই অভিনেত্রী বিভিন্ন অসাধারণ হট লুকিয়ে ইনস্টাগ্রামে উষ্ণতার ঝড় তুলছেন। এই নেহা শর্মা তেলেগু ,তামিল, হিন্দি, মালায়ালাম ছবিতে কাজ করেছেন। তেরি মেরি কাহানি, কেয়া সুপার কুল হে হাম প্রভৃতি সিনেমায় কাজ করেছে। ইনস্টাগ্রামে প্রায় তাকে আলাদা আলাদা বোল্ড পোশাকে ফটো পোস্ট করতে দেখা যায়।

রবিনা ট্যান্ডন


বর্তমানে রবিনা ট্যান্ডন আলোচনার প্রথমে রয়েছেন। KGF চ্যাপ্টার 2 তে তিনি একজন চরম উগ্র পন্থী মিনিস্টারের অভিনয় করেছেন। দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ এবং তার ক্যারেক্টার ভালোভাবে গ্রহণ করেছে।KGF চ্যাপ্টার 3 তে তার অভিনয় অসাধারণ অভিনয় চমক নেবে দর্শকরা অপেক্ষায় রয়েছেন।

মৌনী রায়


বাংলা থেকে উঠে আসা একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনী রায়। সিনেমা করার আগে তিনি colors পরিচালিত নাগিন সিরিয়ালে মুখ্য অভিনয় করেছেন। এই সিরিয়ালটি দর্শকমহলে দারুন জনপ্রিয় ছিল এবং সিনেমার করার পরেও মৌনি রায়কে অনেকে নাগিন হিসেবেই চিনতো। তিনি গোল্ড সিনেমায় কাজ করেছেন অক্ষয় কুমারের সাথে । বর্তমানে ব্রহ্মাস্ত সিনেমায় তাকে মুখ্য অভিনয়ে দেখা যাবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment