ট্রেনের পাখা কখনোই চুরি হয় না এর পিছনে কৌশলটি জানেন?

Train Fan Voltage
Train Fan Voltage

আপনারা প্রত্যেকেই ট্রেনে যাতায়াত করেছেন কোন না কোন সময়। এই গরমের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী গরমের মধ্যে মাথার উপরে ফ্যান না থাকলে তাদের মাথা ঠিক থাকবে না। খেয়াল করেছেন হয়তো, কোনো না কোনো কারণে ফ্যান বন্ধ হয়ে গেলে অন্য মানুষগুলি চিল্লাচিল্লি শুরু করে দেয়। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে এই ফ্যানগুলি একটি পর একটি ঘুরে যাচ্ছে আবার একটি ফ্যান বন্ধ হলে বাকি সবগুলো ফ্যান বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন চুরির খবর দেখতে পাওয়া যায় ট্রেনে। ট্রেনের লোহা লক্ষর শৌচালয়ের বালতি মগ বালিশ চাদর আরো ইত্যাদি চুরি হওয়ার ঘটনা শোনা যায়। তার মধ্যে যেন সবথেকে দামি জিনিস হলো মাথার ওপরে থাকা ফ্যান। এই ফ্যান মানুষের চুরি করতে পারে না এর পেছনে রয়েছে কিছু গোপন তথ্য। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত জানুন।

আরও পরুনঃ আধার কার্ড লিংক নিয়ে নতুন আপডেট, নেই কোন বাধ্যবাধকতা

সাধারণত আমাদের ঘরে AC অল্টারনেটিভ কারেন্ট চলে ইনভার্টার থাকলে ডাইরেক্ট কারেন্ট DC। যার ভোল্ট থাকছে পোল থেকে আশা কারেন্টের ২০০ থেকে ২২০ ভোল্ট ইনভার্টার এর ক্ষেত্রে থাকছে ১২ থেকে ২৪ ভোল্ট। ট্রেনের ফ্যানগুলি এমন ভাবেই তৈরি যাকে চালাতে ভোল্টের প্রয়োজন হয় ১১০। এই ফ্যানগুলির পাওয়ার কম হলেও স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে।

আরও পরুনঃ টাকার সংখ্যা লেখার সময় /- এই চিহ্ন কেনো দেওয়া হয়?

আমাদের ঘরে এই চ্যান চালালে না সেটি ইনভার্টার এর লাইনে চলবে না সেটি কারেন্টের চলবে। এই টাকা গুলি এমন ভাবেই তৈরি একটি ফ্যানকে খোলা হলে বা কোন ফ্যানের তারকাটা হলে ট্রেনের সমস্ত ফ্যানের লাইন বন্ধ হয়ে যাবে। যার ফলে অনায়াসেই ধরা যাবে কোন কামরা থেকে এরকম কাজ করা হয়েছে।

বর্তমানে ট্রেন ে চুরির বিষয় নিয়ে প্রচন্ড কড়াকড়ি করা হয়েছে নিয়ম। কোন ব্যক্তিকে রেলস্টেশন এবং ট্রেনের কোন সরকারি বস্তুকে চুরি করলে ৩৮০ ধারায় জরিমানা ও সাত বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন