দুধ খাবেন কিন্তু কিন্তু গরু পালবেন না? লক্ষীর ভান্ডার বন্ধের আবেদন তৃণমূল নেতার

লক্ষীর ভান্ডার
লক্ষীর ভান্ডার বন্ধ হতে পারে

লক্ষীর ভান্ডার বন্ধ করে দিন! অকপট তৃণমূল নেতা। এবার লক্ষ্মীর ভান্ডার (Lakshmir bhandar) এর ওপর ক্ষোভ প্রকাশ করে, লক্ষ্মীর ভান্ডারে বন্ধের দাবি জানালে তৃণমূলেরই (TMC) এক নেতা। ঘটনাটি ঘাটাল লোকসভা অঞ্চলের একটি ঘটনা। সাংগঠনিক জেলা কিষান ক্ষেতমজুর সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ঘাটাল (Ghatal) লোকসভায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে এই ঘটনা।

এই জনসভাতেই বক্তব্য প্রকাশের সময় একটি পেপার মন্তব্য করে ফেলেন তৃণমূলের (Tmc) চেয়ারম্যান অমল পান্ডা। এই দিন এই জনসভায় মহিলাদের উপস্থিতি কম থাকায় তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন, আজকে এই সভায় পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা কম। আমাদের সরকার মা বোনেদের জন্য লক্ষীর ভান্ডারসহ আরো নানা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সবাই। তাই আজ হয়তো এখানে পুরুষ এবং মহিলা দুজনদেরই সমান ভাবে থাকা উচিত ছিল। কিন্তু তা এখানে নেই।

এই সভায় উপস্থিত ছিল তৃণমূলের হেভি ওয়েট নেতা পূর্ণেন্দু বসু (Purnendu Basu) সহ আরো অনেকে। তিনি এই বক্তব্যের মাধ্যমে আরো বলেন, আমি পূর্ণেন্দু বাবুকে বলবো দিদির সঙ্গে কথা বলে যেন এই লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। আপনি দুধ নেবেন কিন্তু গরু পালন করবেন না এভাবে চললে কি করে হবে।

এই বক্তব্যের জন্যই সমালোচনার মুখে পড়ে ওই তৃণমূল নেতা। বিরোধীপক্ষের কটাক্ষের মুখে পড়েন সে। বিজেপি নেতৃত্ব জানান , তৃণমূলের বরাবরই কাজ হল মহিলাদেরকে ছোট করা তারা চেয়েছিলেন ৫০০ টাকার বিনিময়ে ভোটারদের ভোট কিনতে। লক্ষ্মী ভাণ্ডার এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পরেছে বাংলার মহিলাগণ। পশ্চিমবঙ্গের ঋণের হার দিনের পর দিন যে পরিমানে বাড়ছে, এই প্রশ্ন আশা স্বাভাবিক।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন