UPI Payment করতে সবাই কে অতিরিক্ত চার্জ দিতে হবে না

UPI Payment Charges
UPI Payment Charges

বর্তমানে দেশে UPI Payment নিয়ে খুব তোড়জোড় আলোচনা চলছে। NCPI কিছুদিন আগে জানিয়েছে আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকে UPI Payment এর মাধ্যমে ২০০০ টাকার বেশি পেমেন্ট করলে তাতে অতিরিক্ত চার্জ লাগবে যার পরিমাণ ১.১%। কিন্তু আপনারা যা জানেন তা আদেও সম্পূর্ণ সত্যি নয়। ভারতবর্ষ পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণ ডিজিটাল ট্রানজেকশন করাতে নাম লিখিয়েছে। বর্তমানে যাদের কাছে স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে ৮০ শতাংশ ডিজিটাল পেমেন্ট সম্পর্কে জানে এবং ব্যবহার করে। এত বেশি পরিমাণ মানুষ ব্যবহার করার কারণে হঠাৎ করে এই খবরটি তাদের চিন্তায় ফেলে দেয়। সবাই নগদ টাকা থেকে পেমেন্টের আওতায় এসেছিল কিন্তু এই চার্জ এর কথা শুনে সবাই আবার ক্যাশ টাকার কথা চিন্তা করা শুরু করেছে। অনেকে আবার বলছে আমরা কেন এতদিন ফ্রিতে UPI Payment ব্যবহার করার পরে চার্জ দেবো আমরা ব্যবহার করব না কোন ডিজিটাল পেমেন্ট। কিন্তু আসলে সত্য ঘটনা একটু অন্যরকম ই।

আরও পরুনঃ পেনশন বাড়বে প্রায় ১৫,০০০ টাকা

আরও পরুনঃ আধার প্যান কার্ড লিঙ্ক না করলেও চলবে কিন্তু কাদের জানেন?

সবার জন্য এই চার্জ দিতে হবে না, হ্যাঁ সত্যি ঠিকই শুনছেন। শুধুমাত্র Phonepe, Paytm, Google pay application গুলির মার্চেন্ট যাদের রয়েছে তাদের কাছে টাকা ঢুকলে Wallet থেকে ২০০০ টাকার উপরে পাঠালে তাতে লাগবে ১.১% চার্জ তাও সেটি বাধ্যতামূলক নয়। 

চিন্তার কোন কারণ নেই আপনারা অতিরিক্ত কোন চার্জ ছাড়া ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে UPI যে কোন কিছু ব্যবহার করতে পারবেন। এই অতিরিক্ত পয়সাটি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন