UPI Transaction Limit | টাকা লেনদেনে ব্যাংকের বিরাট বড় নিয়ম পরিবর্তন

UPI transaction limit
UPI transaction limit

ডিজিটাল ভারতে UPI এর মাধ্যমে বিশ্বে বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে সব থেকে বেশি পরিমাণ টাকা লেনদেনে। এর মাঝেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর মাধ্যমে জানানো গিয়েছে প্রতিটি টাকা লেনদেনের ক্ষেত্রে UPI অ্যাপ থেকে শুরু করে ও ব্যাংকের নিজস্ব লিমিট সেট করা হয়েছে। লিমিট পার হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে কিছুতেই লেনদেন করা সম্ভব নয়। যারা আপনারা অনলাইনে টাকা লেনদেন তাদের এটি জানাটা খুবই প্রয়োজন। আমাদের আর্টিকেলটি পড়ে বিস্তারিত জেনে নিন।

টাকা লেনদেন করার জন্য ভারতীয় যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে তাদের নিজস্ব কিছু লিমিট রয়েছে এবং ব্যাংকের কিছু লিমিট রয়েছে। লিমিট পার হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে আপনি কোন ট্রানজেকশন করতে পারবেন না।

গাইড লাইনের মাধ্যমে জানা গিয়েছে, UPI এর মাধ্যমে দিনের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন করা যাবে। কিন্তু CANARA ব্যাংকের ক্ষেত্রে এই লিমিট মাত্র ২৫০০০। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত লিমিট। প্রতিদিন UPI এর মাধ্যমে করা ট্রানজেকশন করা হচ্ছে তার উপরে লিমিট রয়েছে ২০ বার।

আরও পরুনঃ

UPI transaction apps

Amazon pay:

অ্যামাজনটা অনেকেই আছে যারা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করছে এবং টাকা লেনদেনের ক্ষেত্রেও কিন্তু প্রতি এফ এর মত এই অ্যাপেও রয়েছে সীমানা। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদিনে এক লাখ টাকা ট্রানজেকশন করা সম্ভব কিন্তু যদি আপনি একদমই নতুন ইউজার হয়ে থাকেন তবে আপনি ট্রানজেকশন করতে পারবেন মাত্র ৫০০০ টাকা পর্যন্ত তবে সেটি একদিনের জন্য। 

Phonepe, Google pay, Paytm

এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিদিন ১ লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন করা সম্ভব। প্রতিদিন এই অ্যাপের মাধ্যমে আপনি ১০ ট্রানজেকশন করতে পারবেন। PAYTM এর মাধ্যমে আপনি ১ ঘন্টায় মাত্র পাঁচটা ট্রানজেকশন করতে পারবেন দিনের শেষে সেটি ২০ হবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন