
বর্তমান সময়ে উরফি যাদব সবসময়ই ট্রেন্ডিংয়ে থাকে ইন্সটাগ্রাম সোশ্যাল মিডিয়ায়। উরফি কে দেখা যায় বিভিন্ন রকম নতুন ধরনের পোশাক পড়ে ফটোশুট ও রিল ভিডিও বানাতে। উরফি যাদব কোনো সিনেমা করেনি, বিগবস নামক একটি রিয়ালিটি শো থেকেই তার নাম শোনা যায়।
উরফি কে দেখে বোঝা যায় সে একটু হাসি মজাক করতে ভালো বাসে, এবং লোক এ তাকে নিয়ে কি করছে তাতে তার কোনো মাথা ব্যাথা নেই। তাকে দেখা গেছে কেউ ফটো তুলতে আসলে সে নিজে থেকেই ফটো তুলে তার ফ্যান দের সাথে। উরফি যাদব কে কিছু ইনস্টাগ্রাম পেজ এ প্রায় সব সময় দেখা যায়। তাকে নিয়ে সব সময় চর্চা করা হয়, তার বিভিন্ন ধরনের পোশাক নিয়ে। এখন কার দিনের ফ্যাশন কে সে আরো ইমপ্রুভ করতে চায়।
তার এই রিল ভিডিও তে দেখা গেছে, সবুজ রঙের এক নতুন ধরনের পোশাক। বক্ষ যুগল এ ঢাকা কোনো রকম ভাবে। ফর্সা ত্বকে পোশাকের সবুজ রং ঝক মক করছে। সামান্য কিছু মেকআপ এ দেখা গেছে এই ভিডিও তে। সাথে নাকে পরে আছে একটি নাক চাবি। রিল ভিডিও এর সাথে ছিল একটি পাঞ্জাবী গান।
- অনুব্রত মন্ডলের জেলের আনন্দে বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করছে
- লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে তার প্রথম দিনেই
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।