বন্দে ভারত ট্রেন নিয়ে মানুষের মধ্যে প্রচুর কৌতুহল। মানুষের এখন নিত্য প্রয়োজনীয় যাতায়াতের একটি মাধ্যম গরিব থেকে বড়লোক সবাই এই ট্রেনে যাতায়াত করে। তবে দামি ট্রেনের মধ্যে এই ট্রেনটি পড়ে। বন্দে ভারত ট্রেনের বিশেষত্ব হিসাবে তার অটোমেটিক দরজা থেকে শুরু করে ক্যামেরা খাবার দাবারের ব্যবস্থা অত্যাধুনিক চেয়ার আরো বিভিন্ন কিছু। ভারতবর্ষের প্রায় অনেক জায়গাতেই বন্দে ভারতের চালু করা হলো। কিছুদিন আগে চালু করা হলো, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। এই ট্রেনটি, সকাল ৫:৫৫ তে হাওড়া থেকে ছাড়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছে দেয় ১.২৫ মিনিটে। আবার সেই ট্রেনটি দুপুর তিনটে পাঁচ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রাত ১০ঃ৩৫ এর ভেতরে হাওড়ায় পৌঁছে যায়।
তবে বর্তমানে রেলমন্ত্রীর ঘোষণার মাধ্যমে জানা গিয়েছে বন্দে ভারতের ছোট ছোট লাইন তৈরি হচ্ছে। 100 কিলোমিটারের মধ্যে বন্দে ভারত চালু করা হবে যাকে বলা হবে বন্দে ভারত মেট্রো। অনুযায়ী জানা গিয়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর দূরত্ব ৯৭ কিলোমিটার সেখানে দিনে অনেকবার যাতায়াত করতে পারবে এই বন্দে ভারত মেট্রো।
আরও পরুনঃ ২০ তারিখ পূর্ণ সূর্যগ্রহণ, কোথায় কখন দেখা যাবে এবং সময় দেখে নিন
আরও পরুনঃ ওষুধ আসল নাকি নকল চিনবেন কি করে?
বন্দে ভারত ট্রেনের উপর মানুষের কৌতূহলের কারণেই এই ট্রেনের উদ্যোগ। এই ট্রেন হবে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন সাধারণ ট্রেনের থেকে সেমি হাই স্পিড ট্রেন। এই ট্রেনের গতি সর্বোচ্চ ১০০ থেকে ১১০ পর্যন্ত যেতে পারে। এই ট্রেনটিকে সস্তার ফাস্ট ক্লাস বলা যেতে পারে।
বন্দে ভারত মেট্রোতে থাকছে অটোমেটিক দরজা অত্যাধুনিক পরিসেবা আরামদায়ক সিট পরিস্কার পরিচ্ছন্ন বাথরুম। তবে এই ট্রেনে আপনি খাবারদাবারের ব্যবস্থা পাবেন না। ছোটরুটে এই সেমী স্পীড ট্রেনের মাধ্যমে যাত্রীকে খুব তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে। কারণ কৃষ্ণনগর থেকে শিয়ালদা তে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের জীবিকার কারণে যাতায়াত করেন। ধারণা করা যাচ্ছে এই ট্রেনটি দিনে চার থেকে পাঁচ বার আপ ডাউন করবে। রেল মন্ত্রকের সিদ্ধান্তে জানা গিয়েছে এই ট্রেন ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে তারপরেই এর উদ্বোধন করা হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |