যাত্রীদের প্রচুর আগ্রহের কারণে বিলাসপুর নাগপুর রুটে বন্ধে ভারত এক্সপ্রেস চালু করা হয়। কিছুদিন যেতে না যেতেই, যাত্রী সংখ্যা এতটাই কমে গেছে যে কারণে ১১ মে রেল কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিল।
বর্তমানে বিভিন্ন জায়গায় বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা চালু হয়ে গিয়েছে। এরই মধ্যে একটি খারাপ বার্তা নিয়ে এসেছে রেল কর্তৃপক্ষ, বিলাসপুর নাগপুর রুটে বন্ধ হতে চলেছে বন্ধে ভারত এক্সপ্রেস। প্রথম দিকে যাত্রীরা অনেক আগ্রহ দেখালেও ক্রমেই যাত্রী সংখ্যা একেবারে ৫০ শতাংশ কম হয়ে গিয়েছে। তাই রেল কর্তৃপক্ষ এর ক্ষতির সম্ভাবনা থাকার কারণে বড় সিদ্ধান্ত নিল রেল। বিলাসপুর নাগপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে পরিষেবা দেবে তেজস এক্সপ্রেস ট্রেন। ১১ মে রেলের অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে, বিলাসপুর নাগপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে তিরুপতি সেকেন্দ্রাবাদে পরিষেবা দেবে।
আরও পরুনঃ SBG Scheme: হাফ দামে সোনা কিনে, দ্বিগুণ দামে বেচে লাভবান হন এই স্কিমে
আরও পরুনঃ নিজের এলাকায় আশা কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখুন
তবে ট্রেনের যাত্রী একেবারে কমে যাওয়ার মূল কারণ মনে করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঠিক সেই কারণে সাধারণেরা এত টাকা দিয়ে যাতাজাত করতে ভয় পাচ্ছে। বিলাসপুর নাগপুর রুটে অন্যান্য ট্রেনের ভাড়া যেখানে ১১৭৫ টাকা, সেখানে বন্দে ভারত ২০৪৫ টাকা। তাই অনুমান করা হচ্ছে অনেক মধ্যবিত্ত এত বেশি পরিমাণ ভাড়া বহন করতে পারছে না। সেই কারণেই ট্রেনের যাত্রী সংখ্যা এতটা পরিমাণে কমে গেছে। তবে রেল কর্তৃপক্ষ মনে বিলাসপুর নাগপুর রুটে তেজস এক্সপ্রেস চালু করা হলে আয়ের পরিমাণ খানিকটা বৃদ্ধি পাবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |