শহরের বাচ্চাদের থেকে গ্রামের বাচ্চারা লম্বা বেশি হয় কেন জানেন?

Village kids taller than city kids
Village kids taller than city kids

বর্তমান সময়ে সরকারি চাকরির কোন পুলিশ পোস্টিং আর্মি এবং অন্যান্য চাকরিতে উচ্চতর খুবই প্রয়োজন হয়। তবে দিনের পর দিন শহরের বাচ্চাদের লম্বা কম হতে দেখা যাচ্ছে। বাবা মা লম্বা হওয়া সত্ত্বেও ছেলে মেয়ে লম্বা হচ্ছে না ঠিকঠাক এবং আয়তনে বৃদ্ধি পাচ্ছে না। এর পেছনে কিছু কারণ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

ইম্পেরিয়াল কলেজের লন্ডনের নেতৃত্বে বৈজ্ঞানিক জানাল নিজেরাই প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গ্রামে বসবাসকারী ছেলেমেয়েদের উচ্চতা শহরের বাচ্চাদের তুলনায় বেশি। শুধু উচ্চতা না শরীরের ইমিউনিটি পাওয়ারের ক্ষেত্রে গ্রামের বাচ্চারা আগিয়ে। এর প্রধান কারণ হলো দরজা কম করা এবং সঠিক খাবার না খাওয়া।

শহরের ছেলেমেয়েরা গ্রামের ছেলে মেয়েদের তুলনায় দামি খাবার অবশ্যই খায় তবে তার ভিতরে পুষ্টিকরণ পদার্থ কতটা রয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। প্যাকেট জাতীয় খাবার খায় শহরের বাসিন্দারা। প্যাকেট জাতীয় খাবারের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট। প্যাকেট জাতীয় খাবারের মাধ্যমে ইমিউনিটি পাওয়ার কমতে থাকে। শহরের ছেলেমেয়েরা ফোনে কম্পিউটার ে এবং বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় কাটিয়ে দেয় কিন্তু গ্রামের ছেলেমেয়েরা দৌড়ঝাপ করে খেলতে যায় ফলে শরীরে হাড়ের বৃদ্ধি পায়।

আরও পরুনঃ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এ থাকছে QR কোড, কত টাকা লাগছে?

আরও পরুনঃ নতুন রেশন কার্ড পাননি? এই ফর্ম জমা দিলেই বাড়িতে আসবে নতুন রেশন কার্ড

শহরে থেকে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা সুযোগ-সুবিধা বেশি ভাবে তবে মানুষ যদি ভালো না থাকতে পারে তবে সেই সুযোগ-সুবিধা দিয়ে কি হবে? শহরে থাকুন বা গ্রামে প্রতিটি ছেলে মেয়েকে সময় থাকতে মাঠে পাঠান খেলাধুলা করান দৌড়ঝাঁপ করান।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন