আজ এই বাংলার মাধ্যমেই ভারতবর্ষের স্বাধীনতা লাভ। স্বাধীনতা সংগ্রামের উৎস স্থল হল এই বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন বাঙালি, তার জাতীয় সংগীত আজ পুরো ভারতীয় তথা বিশ্বে গাওয়া হয় যার ফলে বাঙালি গর্ব অনুভব করে। আজ সেই বাংলার রাজ্যে দুটি মেয়ে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে বিদ্রুপ করছে ও হাসিঠাট্টা করছে। সোশ্যাল মিডিয়া একাউন্টে এই ভিডিও পাওয়া যায় আপনারা যদি দেখেন তবে আপনাদের রক্ত গরম হয়ে উঠবে এবং তাদের চড় মারতে ইচ্ছে হবে।
আরও পরুনঃ বিয়ে না করেই দেব রুক্মিণী হানিমুন করছে? ধরা পড়লো ফটো
আরও পরুনঃ প্লাস্টিকের বোতলে জল খেয়ে লিভার ক্যান্সার
সোশ্যাল মিডিয়ায় বাকি কমেন্টের মতে এই দুটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়ার জন্য দেশের প্রতি বাধ্যতামূলক কর্তব্যটিকে বলে গেছে। ভিডিওতে দেখা গিয়েছে তারা জনগণমন অধি জোরে চিল্লিয়ে হাসি ঠাট্টা সুরে কবিতার মত বলার চেষ্টা করছে। পাশে রয়েছে আর একটি মেয়ে যার হাতে ছিল সিগারেট সেই সিগারেটটিকে জাতীয় পতাকা হিসেবে উড়াচ্ছিল। এতে ভিডিওটি তৎক্ষণাৎ ভাইরাল হয় এবং বহু মানুষ এই দুটি মেয়েকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। সবশেষে ভিডিওটি বন্ধ করার আগে তারা ক্ষমা পর্যন্ত চেয়েছে কিন্তু সেই ক্ষমার পিছনে বিন্দুমাত্র আফসোস ছিল না কারণ তাদের দুজনার মুখেই দাঁত ভর্তি হাসি ছিল। অর্থাৎ এর থেকে বোঝা যায় তারা কোনোভাবেই দুঃখিত নয়।
11 টি মৌলিক কর্তব্য হিসেবে প্রতিটি ভারতীয়কে তাদের জাতীয় সংগীত স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় পতাকাকে যথাযথভাবে সম্মান জানাতে হবে। সামান্য কিছু ফলোয়ারের কারণে এই দুটি মেয়ে তা ভুলে গেল। এটি একটি দন্ডনীয় অপরাধ। তবে এই দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হাইকোর্টের আইনজীবী আত্রাই হালদার।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |