Railway Recruitment: যুবক যুবতীদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন এক সরকারি চাকরির খবর। সরকারি চাকরি বলতে বার্তা সর্বপ্রথম ভূমিকা পালন করে রেল ও আর্মি। এই রেলের চাকরির আবেদন কিভাবে করবেন বিষয়টা তো জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে।
Western Railway Recruitment
এই নিয়োগ করা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতীয় (Western Railway Recruitment) রেল সংস্থার মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা: Western Railway Recruitment সংস্থার সাথে আপনি যুক্ত চাইলে, আপনাকে কমপক্ষে মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে কমপক্ষে 50 শতাংশ নম্বরের সাথে। সাথে প্রয়োজন ITI সার্টিফিকেট।
শূন্য পদ সংখ্যা: সরকারি নোটিফিকেশন থেকে জানা গিয়েছে মোট 2521 টি পদে নিয়োগ করা হবে। এতগুলো পদের মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য ভাগ করা রয়েছে। কিন্ত ডিপার্টমেন্ট গুলির সম্পূর্ণ নাম এখনো পর্যন্ত জানা যায়নি।
আবেদন মূল্য: যারা জেনারেল ও ওবিসি জাতির রয়েছে তাদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 100 টাকা।
মহিলা ও তপশিলি জাতি ও উপজাতি ও পিডাব্লু বিডি শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কোন আবেদন মূল্য ধার্য করা হয়নি।
বয়স সীমা: ১৫ বছর থেকে ২৮ বছর এর মধ্যে আবেদন করতে পারবেন ছাত্র কিংবা ছাত্রী। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সের ছাড় থাকতে পারে, তা আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নোটিফিকেশনের মধ্যে থেকে জেনে নিতে হবে।
আরও পরুনঃ
- Gas Subsidy Scam: গ্যাসের সাবসিডি নিয়ে নতুন ধরনের ফাঁদ পাচ্ছে চোরেরা, সাবধান!
- Coalfield Recruitment: মাধ্যমিক পাশে নিয়োগ কোলফিল্ডে, বেতন 50,000
আবেদন পদ্ধতি:
- প্রথমে আপনাকে Western Indian Railway এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিঙ্ক আমরা নিচে দিয়ে দেব।
- দ্বিতীয়ত আপনাকে Go To Contacts অপশনটি বেছে নিতে হবে।
- তৃতীয়া তো আপনাকে 2022 ও 23 Engagement of act Apprenticeship এ ক্লিক অপশনে ক্লিক করতে হবে।
- এপ্লাই অপনে ক্লিক করে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে যেখানে আপনার সম্পূর্ণ আবেদন পত্র ও ডকুমেন্ট আপলোড করবেন সঠিকভাবে।
- সব শেষে প্রিন্ট আউট বার করে রাখবেন নিজের কাছে।
Official website – Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |