What is Florona? (ফ্লোরনা কি) – জানুন Florona কতটা বিপদজনক

পৃথিবীতে একটির পর একটি ভাইরাস তার রাজত্ব চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে হানা দিয়েছে Florona Virus.

আজ এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সঙ্গে এই ভাইরাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতে চলেছি।

florona
Florona

What is Florona?

Florona হল দুটি ভাইরাসের মিশ্রণে তৈরি একটি নতুন পর্যায়, এখানে covid-19 ‘s Corona  এবং Influenza Virus মিশ্রিত হয়েছে। 

এটি প্রথম Israel দেশের একটি গর্ভবতী মহিলাদের দেখা গেছে এবং তিনি কোন রকম ভ্যাকসিন নেওয়ার ছিলেন না, 

সাধারণত Influenza Virus খুব একটি deadly virus নয় কিন্তু এর মিউটেশন প্রতিবছরই কিছু না কিছু দেখা যায় ফলে তার ভাইরাস এর ভ্যাকসিন গুলিকে প্রতিবছর আপডেট করতে হয়। 

প্রতিবছর অনেক লোকে Influenza Virus কারণে মারা যায় কিন্তু মিডিয়াতে এই ব্যাপার নিয়ে খুব বেশি একটা চর্চা দেখা যায় না সেই কারণে মানুষের ভিতরে এর ওপর ভয় নেই।

#Influenza Virus সর্দি-কাশি জ্বর  বুকে ব্যথা ইত্যাদি প্রভাব থাকে কিন্তু তাতে মানুষের সাধারণ ইমিউন সিস্টেম যথারীতি ঠিক করে দেয়। কিন্তু যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে করো না একই সাথে কোন মানুষকে অ্যাটাক করে তখন সেটি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সেই মানুষের পক্ষে সেটি সামলানো সহজ হয়ে ওঠে না। 

সর্বপ্রথম world news এর কাছে Arab news report করেছে, যে ইসরাইলে সর্বপ্রথম কে দেখা গেছে।

Is Florona too deadly?

হ্যাঁ এটা সত্যি যে এটি খুবই মারাত্মক, সবথেকে বেশি মারণ ক্ষমতা সম্পন্ন এই নতুন ভাইরাস। কিন্তু এর একটি ভালো দিক হলো এটি খুবই কম ছড়াবে কারণ দেখা যায় যে ভাইরাস গুলি সবথেকে বেশি পরিমাণ মরণ ক্ষমতাসম্পন্ন তারা কম ছড়ায়। 

বর্তমানে সারা পৃথিবীতে #Omicron বড় একটি বাধা সৃষ্টি করেছে, ইন্টার্নেশনাল ফ্লাইট গুলিকে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে এই নতুন ভাইরাস #Florona কোনভাবেই অন্য দেশে না ছড়াতে পারে। 

Read More: What is Omicron? Can it be more dangerous to us?

ভারতে অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে কিন্তু সবথেকে দায়িত্ব সাধারণ মানুষদের নিতে হবে কারণ তারা যদি তাদেরকে জনসমাগম থেকে দূরে রাখতে পারে তবে শুধু তারা নয় তাদের জন্য অন্যরাও বাঁচতে পারবে। 

এবং জানা গেছে যে এই ভাইরাসের কারণে ইসরাইলে অলরেডি তৃতীয় ভ্যাকসিন ছেড়ে চতুর্থ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বিভিন্ন ধরনের নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।

Read Another: What is Acid Rain? and Acid Rain Effects

Leave a Comment