গ্রীন ক্র্যাকার্স | Green Crackers: কিছুদিন আগে পশ্চিমবঙ্গে অর্থাৎ বাঙালিদের কাছে দুর্গাপুজো, বর্তমানে দীপাবলি অর্থাৎ কালীপুজো। আমরা কোন উৎসব উদযাপন করার জন্য বিভিন্ন আতশবাজির ব্যবহার করি। আতশবাজির মাধ্যমে আলোর বিভিন্ন দেখে আমরা মজা পাই। কিন্তু আমাদের মজা পরিবেশের কাছে হয়ে ওঠে সাজা। পরিবেশে থাকা অন্যান্য জীব জন্তুদের বিপদে ফেলে দেই আমরা। বাতাসে ধুলোবালি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ ম্যাগনেসিয়াম সালফার এলমনিয়াম এ ধরনের পদার্থ গুলি বাতাসে মিশে যায় আতশবাজির মাধ্যমে। বাতাসে পলিউশন এর বৃদ্ধি পায় ফলে বয়স্ক মানুষদের গর্ভবতী মায়েদের বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এই জন্যই বাজারে আসল গ্রীন ক্র্যাকার্স | Green Crackers
ভারতবর্ষের কিছু কিছু মেট্রোসিটি যেমন কলকাতা দিল্লী মুম্বাই, এইসব জায়গায় পুলিশের মাধ্যমে অনেকদিন ধরেই খেয়াল রাখা হচ্ছে কে কোথায় আতশবাজি বিক্রি করছে। মেট্রো সিটি ছাড়াও নরমাল গ্রামের দিকে ও পুলিশের নজরদারি দেখতে পাওয়া যাচ্ছে। কোন দোকানদারকে আতশবাজি নিয়ে বসতে দেখলেই পুলিশ অনেক টাকা জরিমানা ধরে নিয়ে যাচ্ছে। পরিবেশকে বাঁচাতে পুলিশের এই দায়িত্ব সত্যি প্রশংসাযোগ্য।
- 5G ব্যাবহার এর জন্য অতিরিক্ত ইন্টারনেট দিচ্ছে জিও, কিন্তু আপনি কিভাবে পাবেন?
- দীপাবলি গিফট এর নামে আপনার ব্যাংক থেকে চুরি যেতে পারে, কিন্তু কিভাবে?
বায়ু দূষণ কে দূরে রাখতে ভারত সরকার ঘোষণা করেছে গ্রীন ফায়ার ক্র্যাকার্স এর। কিন্তু এই গ্রীন ফায়ার ক্র্যাকার্স কি জিনিস? অনেকেই তা জানে না। আসুন জেনে নেওয়া যাক গ্রীন ক্র্যাকার্স কি? এটি নরমাল আতশবাজি থেকে কতটা বায়ু দূষণ কম করবে
গ্রীন ক্র্যাকার্স কি? | Green Crackers
এতদিন বাজারে যে সমস্ত সাধারণ আতশবাজি দেখতে পাওয়া গেছিল তার থেকে গ্রীন ক্র্যাকার্স অনেক ভালো। তার পেছনে অনেক কারণ আছে, কতটা ক্ষতিকর এ কি কি দিয়ে তৈরি এবং এর শব্দ কতটা ছড়ায় আরো অনেক বিষয়।
গ্রীন ক্র্যাকার্স | Green Crackers কি দিয়ে তৈরি হয়?
গ্রীন ক্র্যাকার্স এর মধ্যে কাঁচামালের ব্যবহার অনেকটাই কম থাকে, এরমধ্যে এলমনিয়াম অনেকটাই কম এবং ম্যাগনেসিয়াম, সালফার ও অন্য কেমিক্যাল ব্যবহার করা হয় না।
গ্রীন ক্র্যাকার্স | Green Crackers ও সাধারণ আতশবাজির মধ্যে কি তফাৎ?
গ্রীন ক্র্যাকার্স ও বায়ু দূষণ করে, কিন্তু গ্রীন ক্র্যাকার্স তুলনামূলকভাবে 30% কম করে। ম্যাগনেসিয়াম ও সালফার ব্যবহার না করার কারণে এগুলি অতিরিক্ত পরিমাণে আলো ছড়াতে পারে না। আকারে ছোট হয় খুব বেশিক্ষণ ধরে এগুলো চলতে সক্ষম নয়। গ্রীন ক্র্যাকার্স বাতাসে বাড়িয়ে দেয় ফলে বাতাসের ধুলোবালি জলের মাধ্যমে থিতিয়ে দেওয়া হয়।
গ্রীন ক্র্যাকার্স | Green Crackers কিভাবে চিনবেন?
গ্রীন ক্র্যাকার্স সাধারণত একটু ছোট আকৃতির হবে, গ্রীন ক্র্যাকার্স এর উপরে SWAS (safe water releaser) লেখা থাকবে। আতশবাজির উপরে কিউআর কোড থাকতে পারে আপনি সেই কিউআর কোড স্ক্যান করে জানতে পারবেন এটি গ্রীন ক্র্যাকার্স কিনা।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |