ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয় জানেন?

ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয়
ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয়

আমাদের ভারতবর্ষে অপরাধের শেষ সীমা অতিক্রম করলে একজন অপরাধীকে আইন সম্মতভাবে চরমতম শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়। একজন দেশদ্রোহী ,ধর্ষক বা অন্য কোন ব্যক্তি চরমতম অপরাধ করার পরে যখন ফাঁসি ঘোষণা করা হয়, ফাঁসির আগের মুহূর্তে নিয়ম অনুসারে শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়। ফাঁসির আগের শেষ ইচ্ছে পূরণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ফাঁসি দেওয়া সম্ভব নয়।

এর আগে আমরা দেখেছি নির্ভয়া কান্ডের ধর্ষণ বলুন আর সংসদ হামলার ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির শাস্তি ঘোষণা হয়েছিল। এদের ক্ষেত্রেও ফাঁসির আগে তাদের শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়েছিল। কুখ্যাত অপরাধীদের ইচ্ছা অনুযায়ী কেউ কেউ শেষ ইচ্ছে অনুসারে মেয়ের সঙ্গে কথা বলতে চেয়েছে ,আবার কেউ শেষ ইচ্ছে হিসেবে জানিয়েছে পুড়িয়ে ফেলার পর তার অস্থি গঙ্গার জলে যেন বিসর্জন দেওয়া হয়। অনেকে চেয়েছে তার মৃত্যুর আগে সেই খবর যেন তার মার কান পৌঁছে দেওয়া হয়। এই সমস্ত ইচ্ছেগুলি কর্তৃপক্ষরা শুনেছে।

ফাঁসি দেওয়ার নিয়ম হল ভোরবেলা স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিধান করানোর পর ফাঁসি মঞ্চে দাঁড় করানো হয়। ফাঁসি দেওয়ার আগে অপরাধীর ওজনের সমপরিমাণ প্রতিমূর্তি ঝুলিয়ে পরীক্ষা করে নেওয়া হয়।

আরও পরুনঃ Money Plant: বাড়ির সঠিক জায়গায় মানিপ্লান্ট গাছ না থাকলে বাস্তু দোষ

ফাঁসি মঞ্চের পাশে উপস্থিত থাকে জেল সুপার ,ম্যাজিস্ট্রেট এবং জেল কর্তৃপক্ষ।

ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয়?

ফাঁসি হবার আগে জল্লাদ আসামির  কানে কানে বলে  “আমাকে ক্ষমা করে দিন, রাম রাম/সালাম , আমাদের কিছু করার নেই ,আমরা হুকুমের দাস”।  এই বলে ফাঁসি টেনে দেয় জল্লাদ। এরপর অপরাধী সমস্ত বাঁধন ছিন্ন করে  পরলোকে গমন করে ।২৫ মিনিট পর মৃত দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করার পর, পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ।

আরও পরুনঃ WiFi Router রাতে বন্ধ না করলে কি হতে পারে জানেন?

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন