পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে এই টেট পরীক্ষা নিয়ে। পরে মানুষের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই পরীক্ষার জন্য। সেসব শিক্ষার্থীদের বয়স হচ্ছে সময় বাড়ছে কিন্তু কোন রকম ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। তারপর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ দক্ষিণবঙ্গে।
২০১৪ সালে যারা পাস করেছিল এবং যারা ফেল করেছিল তাদের কোন ব্যবস্থাই হয়নি। বিক্ষোভের চোটে এখন টেট পরীক্ষায় উদ্যোগ শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে দুর্নীতিতে অনেক মানুষ জেলে আছে। পরীক্ষার দুর্নীতির কথা আজ টিভি খুললেই দেখা যায়। সাথে দেখতে পাওয়া যায় আরো অনেক মানুষের কষ্টের দিন ও মানুষের কান্না।
- Customer Care No <strong>Froud</strong>: এসব কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করলে আপনার ব্যাংক একাউন্ট হ্যাক হতে পারে
- Railways Job Recruitment 2022: রেলের চাকরিতে নিয়োগ হবে ৫৯৬ টি পদে, কিভাবে আবেদন করবেন?
২০১৪ ও ২০১৭ সালে যারা পাস করে গেছে তারা সার্টিফিকেট পেয়ে যাবে। যারা ২০১৪ ও ২০১৭ সালে ফেল করেছে তাদেরকে আবার সুযোগ দেয়া হবে। সুযোগ তাদেরকেই দেওয়া হবে যারা ৫৪.১০% এর ওপর পেয়েছে। হিসাব অনুযায়ী যারা ৫৪ শতাংশ এর বেশি পেয়েছে তাদেরকে ৫৫ শতাংশ হিসেবেই ধরা হয়।
টেট পরীক্ষায় টোটাল নম্বরের মান ১৫০ তার মধ্যে ৮২ নম্বর যারা পেয়েছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |