টাকার সংখ্যা লেখার সময় /- এই চিহ্ন কেনো দেওয়া হয়?

Rupess Number Sign
Rupess Number Sign

কোনো টাকার সংখ্যার লেখার পাশে আপনিও তো দেখেছেন /- এই চিহ্নটি? আপনার মনে হতো প্রশ্ন রেখেছে এই চিহ্নটি কি কারনে দেওয়া হয়? আমার অনেক সময় দেখেছেন টাকা এমাউন্ট লেখার পাশে ONLY শব্দটি এর পেছনেও রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ। প্রধানত এই দুটি কাজ করা হয়, প্রতারণা থেকে বাঁচার জন্য। কি ধরনের প্রতারণা থেকে বাঁচতে পারবেন এই সাধারণ একটি কাজের মাধ্যমে আর্টিকেলটি সম্পন্ন করলে আপনি বিস্তারিত জানতে পারবেন।

বর্তমানে এটিএম অনলাইন ক্রেডিট কার্ড সবকিছুতেই প্রায় জালিয়াতের বাস। একমাত্র চেকের মাধ্যমে জালিয়াতের শিকার এর খবর পাওয়া যায়। চেক বুকের মাধ্যমে কাউকে টাকা পাঠানোর সময় দেই সাধারণত এই চিহ্ন এবং ONLY লেখা শব্দটির ব্যবহার করা হয়।

টাকার সংখ্যার পর /- এই চিহ্ন কেনো দেওয়া হয়?

আপনার কাছে যদি চেক থেকে থাকে আপনি কখনো কাউকে নিশ্চয়ই পেমেন্ট করেছেন। খেয়াল করবেন আপনি যেখানে সংখ্যা লিখছেন তার পাশে /- চিহ্নটি ব্যবহার না করলে আপনার অনুপস্থিতিতে আরো কয়েকটি সংখ্যা বসিয়ে নিতে পারে। শেষে চিহ্নটি দেওয়ার কারনে অন্য কেউ আরও সংখ্যা যুক্ত করতে পারবে না।

আরও পরুনঃ Cyclone Mocha: এই নতুন ঝড়ের নাম Mocha কেন রাখা হলো?

টাকার অক্ষরের পরে ONLY লেখার কারণ কি?

আগের কারেন্টের মতো এটিও নিরাপত্তা ও সুরক্ষার জন্য। আপনি কোন ছেলে বানান করে ইংরেজি অক্ষরে এমাউন্ট লিখলেন কিন্তু অনলি শব্দ লিখলেন না, তবে আপনার সাথে হতে পারে জালিয়াতি। যেমন ধরুন আপনার চেকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান ৭০০০ টাকা এবং লিখেছেন Seven Thousand Rupees, only শব্দটি না লেখায় আরো Nine Hundred Ninety Nine যুক্ত করতে পারে যার ফলে আপনার একাউন্ট থেকে আরও ৯৯৯ টাকা কাটা যাবে।

আরও পরুনঃ PPF Account এর গোপন কিছু তথ্য না জানলে টাকা লস

অবশ্যই মনে রাখবেন চেক লেখার সময় কোন রকম ভাবে কাটাকুটি করবেন না এতে ব্যাংক চেক গ্রহণ করতে নাকচ করতে পারে। /- চিহ্ন এবং Only শব্দটি একই সাথে না দেওয়াতে বেশিরভাগ ক্ষেত্রে এই জালিয়াতি হতে পারে তবে বর্তমানে এগুলি হয় না বললেই চলে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন