লোহা ঝাল দেওয়ার সময় খালি চোখে তাকাতে নেই কেনো?

Welding effects on eyes
Welding effects on eyes

আমরা যখন ছোট ছিলাম তখন বড়রা বলতো কোন ঝালাই এর দোকানের পাশ থেকে গেলে কখনোই ঝাল করার আগুনের দিকে তাকাতে নেই। আপনি এই কথা শোনার পরেও মনের কৌতূহ হলে বারবার তাকিয়েছেন সেরকম আগুনের দিকে। তবে আপনার মনে কি প্রশ্ন আসেনি? বড়রা কেন এরকম বলে? এবং বলে চোখ কানা হয়ে যায় এই আগুনের দিকে তাকালে। আসুন জেনে নেওয়া যাক এই আগুনের রহস্য কি? কেন এই আগুনের দিকে তাকালে চোখ কানা হয়ে যেতে পারে?

ঝালাইয়ের আগুনের দিকে তাকাতে নেই কেন?

ঝালাইয়ের আগুন থেকে প্রধানত তিন ধরনের UV রশ্মি বের হয়। সেগুলো হলো UV _A, UV_B, UV_C। প্রথমের এই তিনটি রশ্মি সোজা আপনার চোখের উপরের অংশে পড়বে, যার নাম কর্নিয়া। কোরিয়া এর পিছনে রয়েছে একুইউস হিউমর। এই অংশটি UV_B, UV_C কে ৯৮ শতাংশ পর্যন্ত শুষে নেবে। যে কারণে চোখে জ্বালা পোড়া হওয়া এবং ব্যথা হওয়ার লক্ষণ দেখা যায়।

আরও পরুনঃ লক্ষ্মী ভান্ডারের এই শর্ত না মানলে টাকা পাওয়া বন্ধ হতে চলেছে

আরও পরুনঃ এই ৫ টি স্কিমের মধ্যে যেকোনো একটি স্কিম থাকলেই ভবিষ্যতে আপনিই রাজা

আলোর পরিমাণ বেশি হয়ে যায় তখন UV_A কে শুষে নিতে পারেনা এই অংশ। যেই কারণে আলো সরাসরি আপনার চোখের লেন্সের সাথে ধাক্কা খায়। আপনার চোখের লেন্সে যে প্রোটিনের অংশ রয়েছে তা এটি সুষে নিতে পারে তবে বারবার এই আলোর ছটা চোখে আসলে লেন্সের প্রোটিন কে নষ্ট করে লেন্সকে শক্ত করে দেয় চোখের রং পাল্টে হয়ে যায় ফ্যাকাসে ও সাদা। এই রোগ কে বলা হয় মতিবিম্ব। বাকি যে দুই শতাংশ চোখের ভিতরে প্রবেশ করছে তা সরাসরি চোখের মধ্যে ছবি তৈরি করার কোষ রডস ও কন্সকে আঘাত করে। এবং সম্পূর্ণরূপে চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন